Thursday, January 8, 2026

রাজ্যে আপাতত ১৮ উর্ধ্বদের টিকাকরণ হচ্ছে না, অগ্রাধিকার ৪৫-এর বেশি বয়সীদের

Date:

Share post:

রাজ্যে আপাতত ১৮ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন (Vaccine) দেওয়া হচ্ছে না। ৪৫ বছরের উপরে যাঁরা, তাঁদের টিকাকরণ অব্যাহত রাখতেই এই সিদ্ধান্ত। ১৮-র উর্ধ্বদের ভ্যাকসিন কবে থেকে শুরু হবে? সেই বিষয়ে আলোচনা করতে শনিবার, একটি বৈঠকের ডাক দেওয়া হয়। সরকারি ও বেসরকারি হাসপাতালের (Hospital) কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেও সিদ্ধান্ত নিতে পারেনি স্বাস্থ্য দফতর।
সিদ্ধান্ত হয়েছে, ভ্যাকসিন এলে অগ্রাধিকারের ভিত্তিতে ৪৫ উর্ধ্বদের প্রথম ও দ্বিতীয় ডোজ আগে দেওয়া হবে।

রাজ্যজুড়ে ভ্যাকসিনের অভাব। ৪৫ ঊর্ধ্বদের ভ্যাকসিন মিলছে না। চরম দুর্ভোগের মধ্যেই ১৮ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন দেওয়ার কথা ছিল। এই পরিস্থিতিতে এদিন সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্য দফতরের সচিব সৌমিত্র মোহন (Soumitra Mohan)। সূত্রের খবর, সেই বৈঠকে ১৮ বেশি বয়সীদের বদলে ৪৫ উর্ধ্বদের ভ্যাকসিনের ডোজ সম্পূর্ণ করার উপর জোর দেওয়ার হয়েছে। দ্বিতীয় ডোজ কতজনের বাকি আছে, সোমবারের মধ্যে সে তালিকা হাসপাতালগুলিকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, স্বাস্থ্য দফতরকে জানিয়ে প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে বেসরকারি হাসপাতালগুলিকে ভ্যাকসিন কিনতে হবে।

সূত্রে খবর, টিকা প্রস্তুতকারী সংস্থার কাছে ২ কোটি ডোজ চেয়ে পাঠানো হয়েছে। আগামী ৩ মাসের যতজনকে ভ্যাকসিন দেওয়া হবে, সেই হিসেবে টিকা পাঠাবে তারা। প্রথম মাসে ১০ লাখ কোভিশিল্ড চলে আসারও সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে 45 বছরের বেশি বয়সীদের টিকা সম্পূর্ণ করে তবেই 18 ঊর্ধ্বদের ভ্যাকসিন দেওয়ার দিনক্ষণ ঘোষণা হবে বলে সূত্রের খবর।

Advt

spot_img

Related articles

আউটরাম ঘাট থেকে মেলার সূচনা! বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলা ট্রানজিট পয়েন্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

পুণ্যার্থীদের সুবিধার্থে এ বারও সেজে উঠেছে গঙ্গাসাগর মেলার কলকাতা ট্রানজিট পয়েন্ট। প্রতিবছরের মতোই সশরীরে গঙ্গাসাগরে গিয়ে পুণ্যার্থীদের জন্য...

আইপিএলের আগেই বিয়ে? অর্জুন তেন্ডুলকরের বিয়ের দিনক্ষণ ঘিরে জল্পনা

কয়েক মাস আগে নীরবে বাগদান সেরেছিলেন অর্জুন তেন্ডুলকর। তারপর থেকেই কবে সানিয়া চন্দোকের সঙ্গে শচীনপুত্রের বিয়ে, তা নিয়ে...

“স্পনসরকে সরিয়ে আইএফএ-কে দুর্বল করার চেষ্টা”, সৌরভকে ধুয়ে দিলেন অনির্বাণ

নতুন বছরের শুরুতেই সরগরম কলকাতা ময়দান। বেটিং থেকে ম্যাচ ফিক্সিং একাধিক ইস্যুতে বিতর্ক ক্রমশ বাড়ছে। খোদ আইএফএ-র দুই...

SIR নিয়ে দুই সুর শমীক-দিলীপের

যতই অমিত শাহ এসে একসঙ্গে বৈঠক করে বঙ্গ বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে দিলীপ ঘোষের (Dilip Ghosh) 'ভাব' করিয়ে...