Tuesday, December 2, 2025

নির্বাচনের ফল মিলিয়েও ভোটকুশলীর কাজ ছাড়তে চান, ঘোষণা পিকের

Date:

Share post:

৪ মাস আগে ভোটের ফল নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন তৃণমূলের (Tmc) ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। রবিবার, ইভিএম (Evm) খোলার পর তা অক্ষরে অক্ষরে মিলে গেল। এই নিয়ে যখন রাজ্যজুড়ে তুমুল চর্চা, তখন প্রশান্ত কিশোর জানিয়ে দিলেন, আর ভোটকুশলী হিসেবে কাজ করতে চান না তিনি। চার মাস আগে ভোটবাক্সের যে হিসেব কষে দিয়েছিলেন এদিন তা অক্ষরে অক্ষরে ফলে গিয়েছে। সংখ্যাতেই আটকে রয়েছে বিজেপি। এই পরিস্থিতিতেই সহকর্মীদের হাতে দায়িত্ব তুলে দিয়ে নিজের সংস্থা আইপ্যাক ছাড়ার কথা ঘোষণা করলেন পিকে। পিকে জানান, ‘‘দিদিকে সাহায্য করতে পেরে আমি খুশি। এর মধ্যেও জানাচ্ছি যে আমি আর এই কাজ করতে চাই না। অনেক হয়েছে। সহকর্মীদের হাতে আইপ্যাকের দায়িত্ব তুলে দিয়ে অন্য কিছু করতে চাই আমি”। কিন্তু কী করতে চান তিনি? সে কথা অবশ্য স্পষ্ট করেননি প্রশান্ত কিশোর।

আরও পড়ুন-কংগ্রেসকে স্থায়ীভাবে কফিনে ঢোকালেন প্রদেশ নেতারা, কণাদ দাশগুপ্তর কলম

গত ২০১৯-এর পর থেকে বাংলায় দাপট দেখানোর চেষ্টা করেছে পদ্ম শিবির। সেই পরিস্থিতিতে তাঁর কৌশলই তৃণমূলকে সাফল্যের রাস্তা দেখিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এর আগে নিজে সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন পিকে। নীতীশ কুমারের (Nitish Kumar) জেডিইউ-এর (Jdu) সহ সভাপতি পদে ছিলেন। কিন্তু বিহারে নীতীশ বিজেপি-র (Bjp) হাত ধরার পরেই দলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন পিকে। এ বার কি বাংলার সক্রিয় রাজনীতিতে দেখা যেতে পারে তাঁকে? যদিও এ প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি।

তবে এই নির্বাচনে কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করেন প্রশান্ত। তাঁর মতে, কমিশন যদি নিরপেক্ষ ভূমিকা পালন করত, তাহলে বিজেপি যত টুকু ভোট পেয়েছে, তার ধারেকাছেও পৌঁছতে পারত না। এবার প্রশান্ত কিশোরকে কী ভূমিকায় দেখা যাবে সেটা জানতেই উৎসুক রাজনৈতিক মহল।

Advt

spot_img

Related articles

তিক্ততা ভুলে বিয়ে করছেন স্মৃতি-পলাশ? তারকা ক্রিকেটারের বাড়ি থেকে এল বার্তা

স্মৃতি( Smriti Mandhana)-পলাশের( Palash Mucchal )বিয়ে নিয়ে চর্চার শেষ নেই। গত ২৩ নভেম্বর বিয়ের দিন নির্ধারিত ছিল। সেদিন...

ব্যঙ্গ করে তথ্য ছড়াবেন না: বক্তব্য বিকৃত করে অপপ্রচার হলে আইনানুগ ব্যবস্থার কড়া বার্তা মমতার

‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে সমাজমাধ্যমে অপপ্রচার হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার, নবান্নে উন্নয়নের খতিয়ান প্রকাশ করে কড়া বার্তা...

‘বাংলাদেশি’ দাগিয়ে বাংলায় ফেরৎ! ওড়িশা পুলিশকে আদালতের দরজা দেখিয়ে হুঁশিয়ার মহুয়ার

আবার বাঙালি হেনস্থা। আবার সেই বিজেপি শাসিত রাজ্য। আবার সেই ওড়িশা। বারবার আদালতে মুখ পোড়ার পরেও শিক্ষা হয়...

জটিলতার স্থায়ী সমাধান চাই, ফেডারেশনকে চিঠি পাঠালেন আনোয়ার স্বয়ং

আনোয়ার আলি(Anwar Ali) ইস্যুতে ফের সরগরম ময়দান। বিগত দুই মরশুম ধরেই আনোয়ার আলিকে নিয়ে অনেক জটিলতা চলছে। লাল...