স্ট্যালিন ঝড়ে ব্যাকফুটে শাসক দল, তামিলনাড়ুতে ফল ঘোষণার আগেই উৎসব ডিএমকে সমর্থকদের

একুশে পাঁচ রাজ্যের নির্বাচনে এবার এবার অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র ছিল তামিলনাড়ু(Tamil Nadu)। ২৩৪ আসনবিশিষ্ট এই বিধানসভা কেন্দ্রে এবার শাসক দল এআইডিএমকে(AIDMK) সঙ্গে গাঁটছড়া বেঁধে ময়দানে নেমেছিল গেরুয়া শিবির। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী ছিল কংগ্রেসের জোট সঙ্গী স্টালিনের(Stalin) নেতৃত্বাধীন ডিএমকে(DMK)। ৬ এপ্রিল নির্বাচন সম্পন্ন হওয়া দক্ষিণের এই রাজ্যে এবার স্পষ্ট পালাবদলের ইঙ্গিত দিয়েছিল বুথ ফেরত সমীক্ষা। সেই ধারা অব্যাহত রেখে এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে পরিবর্তনের মুখ দেখতে চলেছে তামিলনাড়ু।

এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে ২৩৪ আসনবিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় ১৩২ টি আসনে এগিয়ে রয়েছে স্টালিনের দল ডিএমকে। অন্যদিকে বিজেপির সঙ্গে জোট বাঁধা এআইএডিএমকে এগিয়ে রয়েছে ১০১ টি আসনে। এমএনএম এগিয়ে রয়েছে মাত্র একটি আসনে। এদিকে ভোটের ফলে প্রাথমিক দফায় ডিএমকে এগিয়ে থাকার খবর মিলতেই বিজয় উৎসব শুরু করে দিয়েছেন ডিএমকে দলের সমর্থকরা। তবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ইকে পালানিস্বামী আপাতত এগিয়ে রয়েছেন নিজের কেন্দ্র ইড্ডাপাড্ডি থেকে। কোয়াম্বাটোর দক্ষিণ আসন থেকে বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন অভিনেতা তথা মক্কাল নিধি মাইয়াম দলের প্রতিষ্ঠাতা কমল হাসান। প্রাথমিক গণনায় এগিয়ে রয়েছেন তিনিও।

Previous articleগণনা চলার মধ্যেই কালীঘাটে উৎসবের মেজাজ, আবিরখেলা, মিষ্টিমুখ
Next articleঅসমে অক্ষত গেরুয়া ঝড়, সরকার গঠনে আত্মবিশ্বাসী সোনওয়াল