Thursday, August 28, 2025

‘বাঙালি জিতে আবারও প্রমাণ করল যে তাঁদের কেনা যায় না’, মন্তব্য নচিকেতার

Date:

তৃণমূল জিতছে। ভবিষ্যদ্বাণী আগেভাগেই করে ফেলেছিলেন। আজ, ২মে ফল ঘোষণার দিন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সুর চড়ালেন নচিকেতা চক্রবর্তী। তাঁর সাফ মন্তব্য, “আজ বাঙালির আত্মশ্লাঘার দিন। বাঙালি জিতে আবারও প্রমাণ করল যে তাঁদের কেনা যায় না, বাংলা এখনও গুজরাত হয়ে যায়নি! যে দলটা ভারতকে প্রায় মুঠোবন্দি করে ফেলেছিল, তাঁরা বাংলাকে কবজা করতে পারেনি। আক্ষরিক অর্থেই এটা আমাদের বাঙালিদের জয়।” বিরোধীদের বিঁধে তিনি বলেন, “অনেকেই বলেছিলেন বর্তমান রাজ্য সরকারকে পাততাড়ি গুটিয়ে ঘরে ঢুকতে হবে। কিন্তু সেই বাঙালিই মমতাকে জেতাল। নবান্নে আবারও হাওয়াই চটি।”

গত ১ মাস ধরে বাংলায় মমতা শিবিরকে ফের ক্ষমতায় ফেরানোর আন্দোলনে শরীক হয়েছিলেন নচিকেতা। কাটমানি নিয়ে গান গেয়ে ঝড়ও তুলেছিলেন তিনি। তৃণমূলের হয়ে শহরের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচার করেছেন। আজ বাঙালির জয়কেই বড় করে দেখছেন নচিকেতা। রবিবার বেলা গড়াতেই যখন তৃণমূল ২০০ আসন পার করল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন গায়ক।
অন্যদিকে গেরুয়া শিবিরকে তোপ দেগে নচিকেতা বলেন, “একজন মহিলা মুখ্যমন্ত্রী হুইলচেয়ারে করেই বাংলা ঘুরলেন, সাধারণ মানুষের সুখ-দুঃখের ভাগীদার হয়ে উন্নয়নের কথা বললেন। আর ভারত-কব্জা করা একটা দল দিল্লি-বাংলা যাতায়াত করতে করতেই প্রায় ৩০০ কোটি খরচ করে ফেলল। জানা গিয়েছে, প্রচারেও ঢেলেছে ২৫ হাজার কোটি। এই টাকা দিয়ে দু’-চারটে গাধা কিনলেও বাঙালিকে কেনা যায় না।”

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version