ভোটের ফলাফল তাঁদের কাছে অপ্রত্যাশিত। এই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে তাঁর কথা হয়েছে কথাও হয়েছে বলে জানান কৈলাস। তবে কথোপকথনের বিষয়ে মুখ খুলতে চাননি সংবাদমাধ্যমের সামনে।
অনেক দলবদলু নেতাই হেরেছেন। কিন্তু কৈলাস নাম নিলেন শুধু বাবুল, লকেট ও রাহুলের। তাঁর মতে, এঁদের হার তাঁর কাছে আশ্চর্যের।
হেস্টিংসে রীতিমত গেরুয়া-সবুজ শামিয়ানা খাটিয়ে প্রস্তুত ছিল বিজেপি। কিন্তু বেলা যত এগিয়েছে, সে চত্বর খাঁ খাঁ। কৈলাস বিজয়বর্গীয় সুরই শোনা গেল বাকি বিজেপি নেতাদের গলায়। এখন ফল নিয়ে কাটাছেঁড়া করবেন বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। তবে, এই পরিস্থিতিতে কোথাও দেখা যাচ্ছে না রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বা বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy) কে। বিজেপির মেজ, সেজ নেতৃত্বও ঘরে ঢুকে নিউজ চ্যানেলে চোখ রেখেছেন। আশা শেষ মুহূর্তে যদি কিছু মিরাকেল হয়। তবে রাজ্যজুড়ে তৃণমূলের সেলিব্রেশনের ছবি তাঁদের শেষ আশাতেও জল ঢেলে দিচ্ছে।