সিএসকের তিন সদস্য করোনা পজিটিভ, মাঝপথে বাতিল হতে পারে আইপিএল!

কানাঘুষো শোনা যাচ্ছিল যে, কলকাতার দুই ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় কলকাতা বনাম ব্যাঙ্গালোর ম্যাচ বাতিল হতে চলেছে। সেই আশঙ্কাই শেষমেশ সত্যি প্রমাণিত হল। আইপিএলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় যে, ৩ মে’র KKR বনাম RCB ম্যাচটি অন্য দিন খেলা হবে। যদিও পরিবর্তিত সূচি এখনও ঘোষণা করা হয়নি।
চেন্নাই সুপার কিংস এর তিন সদস্যও করোনা পজিটিভ বলে জানা গিয়েছে ।
গত রবিবার করোনা রিপোর্ট হাতে পায় চেন্নাই সুপার কিংস এবং সেখানেই দেখা যায় দলের সিইও কাশী বিশ্বনাথন, বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি এবং যে বাসে খেলোয়াড়রা যাতায়াত করেন তার এক কর্মী করোনায় আক্রান্ত। আজ ফের তাদের করোনা পরীক্ষা করা হয়েছে এবং সেই পরীক্ষার ফলাফল যদি পজিটিভ হয় সেক্ষেত্রে তিনজনকে আইসোলেশনে চলে যেতে হবে । যার নিট ফল, যেভাবে একের পর এক ক্রিকেটার করোনায় আক্রান্ত হচ্ছেন সেক্ষেত্রে মাঝপথেই আইপিএল বাতিল হতে পারে বলে জানা গিয়েছে। যদিও বিসিসিআই এই বিষয়ে এখনও পর্যন্ত তাদের কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

Advt

Previous articleহুগলিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে পুড়ল দলীয় কার্যালয়
Next articleভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে সরব দিলীপ