কানাঘুষো শোনা যাচ্ছিল যে, কলকাতার দুই ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় কলকাতা বনাম ব্যাঙ্গালোর ম্যাচ বাতিল হতে চলেছে। সেই আশঙ্কাই শেষমেশ সত্যি প্রমাণিত হল। আইপিএলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় যে, ৩ মে’র KKR বনাম RCB ম্যাচটি অন্য দিন খেলা হবে। যদিও পরিবর্তিত সূচি এখনও ঘোষণা করা হয়নি।
চেন্নাই সুপার কিংস এর তিন সদস্যও করোনা পজিটিভ বলে জানা গিয়েছে ।
গত রবিবার করোনা রিপোর্ট হাতে পায় চেন্নাই সুপার কিংস এবং সেখানেই দেখা যায় দলের সিইও কাশী বিশ্বনাথন, বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি এবং যে বাসে খেলোয়াড়রা যাতায়াত করেন তার এক কর্মী করোনায় আক্রান্ত। আজ ফের তাদের করোনা পরীক্ষা করা হয়েছে এবং সেই পরীক্ষার ফলাফল যদি পজিটিভ হয় সেক্ষেত্রে তিনজনকে আইসোলেশনে চলে যেতে হবে ।