খানাকুলের নতীবপুরে এক তৃণমূল (Tmc) কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বিজেপি (Bjp) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মৃত তৃণমূল কর্মীর নাম দেবু প্রামাণিক। মৃতের পরিবারের অভিযোগ, তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় নতীবপুর (Natibpur) গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন:সেলিমের আব্বাসপ্রীতি নিয়ে প্রকাশ্যে সমালোচনা, বিপর্যয়ের পর তুলকালাম সিপিএমে

যদিও তাদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনার তদন্তে নেমেছে খানাকুলের পুলিশ।
