১৫ মে পর্যন্ত সম্পূর্ণ লকডাউন বিহারে , ঘোষণা নীতীশ কুমারের

করোনা সংক্রমণের রাশ টানতে এবার পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিলেন নীতীশ কুমার। মঙ্গলবার টুইট করে একথা জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ। টুইটে তিনি লেখেন, আগামী ১৫ মে পর্যন্ত বিহারে সম্পূর্ণ লকডাউন থাকবে।
মঙ্গলবারের টুইটে বিহারের মুখ্যমন্ত্রী বিহারে করোনার উদ্বেগের কথা জানিয়ে লেখেন, ‘ ‘প্রশাসনের সব আধিকারিক ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিহারে আগামী ১৫ মে পর্যন্ত লকডাউন কার্যকর করা হবে। লকডাউনের বিস্তারিত নিয়মকানুন বিপর্যয় মোকাবিলা দলের পক্ষ থেকে ঘোষণা করা হবে। বিপর্যয় মোকাবিলা দলকে ইতিমধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছে’।

বিহারে করোনা সংক্রমণ কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, এনিয়ে মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন নীতীশ কুমার। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

Advt

Previous articleঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরালেন কুণাল
Next article“আমাদের পদত্যাগ করা উচিত”! দলের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে বিস্ফোরক অর্জুন সিং