Thursday, January 29, 2026

রাজ্যে বামেদের ভরাডুবি! হতাশায় মারা গেলেন ‘সঙ্গমবাবু’

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের ফলাফল বলছে স্বাধীনতার পরে এই প্রথম বামহীন রাজ্যের বিধানসভা। বামেদের এই ভরাডুবি অনেক বামপন্থী স্বাভাবিকভাবেই মেনে নিতে পারছেন না। কল্পনাও করতে পারছেন না অনেকে। বিধানসভা নির্বাচনে একটা আসনও তারা পাবেন না, এটা ভাবনাতীত ছিল প্রত্যেক বাম সমর্থক শুধু নয় বহু রাজনীতিবিদের কাছেও। এমন ধাক্কা একেবারেই সামলাতে পারেননি ব্যারাকপুরের বিশিষ্ট নাট্যকার সমীর বিশ্বাস। সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

সক্রিয় রাজনীতি তেমনভাবে না করলেও বামপন্থায় বিশ্বাসী ছিলেন ব্যারাকপুর আনন্দপুরী এলাকার সমীর বিশ্বাস। অঞ্চলে ‘সঙ্গম’ নামে পরিচিত ছিলেন তিনি। সদ্য অবসরপ্রাপ্ত রাজ্য ডেয়ারি ‘নীহারিকা’ নাট্য সংস্থার অন্যতম প্রাণপুরুষ ছিলেন তিনি। নাটকের পাশাপাশি দারুণ দেওয়াল লিখতে পারতেন। তিনি নিজে এবং তাঁর বাবা,দাদা সহ পুরো পরিবার বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

গত ২ মে রাতে সন্ধের পর থেকেই ফেসবুকে একাধিক পোস্ট করেছিলেন সমীর বিশ্বাস। শেষ পোস্টটি করেন রাত তিনটে নাগাদ। বাম মনোভাবাপন্ন সমীরবাবু সেখানে একটি কবিতা লেখেন। তারপরেই সেরিব্রাল অ্যাটাক হয়।

সমীর বিশ্বাসের শেষ লিখে যাওয়া কবিতা:-

কবিতার‌ নাম: বলতে পারব না, মাফ করবেন

ফলাফল “শূন্য” হলেও
বলতে পারব না
ছাত্রযুবদের কর্মসংস্থানের
দাবিটা ভুল ছিল।

ফলাফল যতই শূন্য হোক
বলতে পারব না
আমফানের ঝড়ে
বৃদ্ধ বয়সে
দিন নেই রাত নেই
সুন্দরবনের কান্তিবাবুর
বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে
বাঁধ সারানোর কাজ করাটা
ভুল ছিল।
বলতে পারব না।

ফলাফল যতই শূন্য হোক
বলতে পারব না
অতিমারির লকডাউনে
দিনের পর দিন
নিরন্ন মানুষের মুখে
খাবার তুলে দেওয়া
ভুল ছিল।
আমি বলতে পারব না।

আমি বলতে পারবনা
সিঙ্গুর নন্দীগ্রামের
জমি-আন্দোলনের পেছনে
আন্তর্জাতিক চক্রান্তের
কথা বলাটা ভুল ছিল
বলতে পারব না।

প্রদীপ তা কমল গায়েনের
নৃশংস হত্যাকাণ্ডে
অপরাধীদের শাস্তি চাওয়া
ভুল ছিল বলতে পারবো না।

মানুষ যতই প্রত্যাখ্যান করুক
আমি বলতে পারব না
দেশকে দেউলিয়া বানানোর
কেন্দ্রীয় চক্রান্তের বিরুদ্ধে
আন্দোলন করা ভুল ছিল।
কৃষক মারা আইন বাতিলের
দাবি করাটা ভুল ছিল
আমি বলতে পারবো না।

বরঞ্চ আমি বলবো
রুটি রুজির প্রশ্নে
ভ্রষ্টাচার-অনাচারের বিরুদ্ধে
সবার হাতে কাজ
সবার পেটে ভাতের দাবিতে
কিংবা দেশকে বেচে দেবার বিরুদ্ধে
প্রতিটা লড়াই সংগ্রাম সংগঠিত
করাই সঠিক কাজ।

আরও পড়ুন- যুদ্ধকালীন তৎপরতায় সাজছে নবান্ন, তৃতীয়বারের জন্য মসনদে মমতা

Advt

spot_img

Related articles

মার্ক্সবাদী থেকে হুমায়ুনবাদী! সেলিম-হুমায়ুনের ‘মন-বোঝা’-র বৈঠককে তীব্র খোঁচা কুণালের

মুখে সেকুলার বলা সিপিএম কি এবার ভোটবাক্সে খাতা খুলতে ধর্ম নিয়ে রাজনীতি করা দলের সঙ্গে হাত মেলাবে? নাকি...

সাহস মানে কী? বিদায়ী ভাষণে ব্যাখ্যা দিলেন ডিজি রাজীব

“সাহস মানে কখনই গুলি চালানো নয়, মানুষ মারা নয়, সৎ সাহস রুখে দাঁড়ানো, নিজের সিদ্ধান্তে অনড় থাকা”। বুধবার,...

হুগলির পোলবায় এসআইআর আতঙ্কে ৭০ বছরের বৃদ্ধের মৃত্যু 

রাজ্যে এসআইআরের (SIR) বলি আরও ১। হিয়ারিং আতঙ্কে পোলবার রাজহাটে (Rajhat, Polba) শেখ ইসমাইল নামে ৭০ বছরের এক...

ক্রিকেট থেকে অবসর নিয়ে ফিরে পান মানসিক শান্তি! বিস্ফোরক যুবরাজ

ক্রিকেটকে বিদায় জানানোর প্রায় সাত বছর পর অবসর নেওয়ার কারণ প্রথমবার প্রকাশ্যে আনলেন যুবরাজ সিং(Yuvraj Singh) । বিশ্বকাপজয়ী...