Tuesday, November 4, 2025

প্রবীর ঘোষালের মুখে কাদের প্রশংসা? দলবদলের জল্পনা রাজনৈতিক মহলে

Date:

উত্তরপাড়ায় বিজেপি (Bjp) প্রার্থী হিসেবে নির্বাচনে হারার পরে তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)এবং তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Benarjee)-সহ তৃণমূল সরকারের ভূয়সী প্রশংসা করলেন প্রবীর ঘোষাল। মঙ্গলবার, সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কর্মধারা সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। ২০১৯-এর বিপর্যয়ের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কাজটা হাতে নিয়েছিলেন। তার ফল তৃণমূল কংগ্রেস পেয়েছে।

এর সঙ্গে সঙ্গে তিনি নিজের দলের সাংগঠনিক দুর্বলতা সম্বন্ধে বলতে গিয়ে বলেন সে একটা দুর্বলতা তো ছিলই এমনকী বুথ স্লিপ পর্যন্ত প্রত্যেক মানুষের কাছে পৌঁছতে পারেনি বিজেপির কর্মীরা। প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনকে বাংলার মানুষ অনেক বেশি গ্রহণ করেছিল বলে আজ এই ফল। তিনি বলেন, অস্বীকার করে কোনও লাভ নেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী-সহ পুরো বিজেপি এখানে ঝাঁপিয়ে ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেই মানুষ গ্রহণ করেছেন।

আরও পড়ুন-দেশে এপ্রিলেই কাজ হারিয়েছেন ৭০ লক্ষ মানুষ! মে মাসে আরও বাড়ার আশঙ্কা, দাবি সমীক্ষায়

সোমবার, মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান জানিয়েছেন, যাঁরা দলে ফিরতে চান, তারা স্বাগত। সেই প্রসঙ্গে প্রবীর বলেন, এই মুহূর্তে সবথেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে করোনা পরিস্থিতির মোকাবিলা। যেটা মুখ্যমন্ত্রীও বলেছেন সেইটাইএখন প্রথম প্রায়োরিটি। তারপরে রাজনীতি। আগে মানুষ বাঁচবে তারপরে তো রাজনীতি।

ভোটের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন প্রবীর ঘোষাল। ভোটের প্রার্থী হয়েছিলেন। কিন্তু উত্তরপাড়ার মানুষ তাঁকে গ্রহণ করেনি। ফল প্রকাশের পরই প্রবীরের মুখেই তৃণমূল-স্তুতি দল দলবদলে ইঙ্গিত দিচ্ছে বলে মত রাজনৈতিক মহলের।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version