ভোর থেকেই বৃষ্টি আর ঝোড়ো হাওয়া , উষ্ণতা থেকে স্বস্তি মহানগরের

ভোর থেকেই মেঘের গর্জন। সঙ্গে প্রবল বৃষ্টি আর বাজের ঝলকানি (weather report) । মঙ্গলবার সকালটা এভাবেই শুরু হল মহানগরের। শুধু শহর কলকাতাই নয় সংলগ্ন জেলাগুলিতেও এদিন সকাল থেকেই বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার দিনভর আকাশ মেঘলা থাকবে । সঙ্গে ঝোড়ো হাওয়ার এবং বজ্র বিদ্যুৎ-সহ ভারী, মাঝারি, অতি মাঝারি বা হাল্কা বৃষ্টি। সেইসঙ্গে দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখীর পূর্বাভাসও দেওয়া হয়েছে।

হওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। আগামী ৬ মে অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া এরকমই থাকবে। দক্ষিণবঙ্গের কিছু এলাকায় কালবৈশাখীর সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ঝড়-বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কমতে পারে রাজ্যে। সোমবার থেকেই তাপমাত্রা স্বাভাবিকের নিচে নামতে শুরু করেছে। বিশেষ করে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকায় স্বস্তির আবহাওয়া মিলবে রাজ্যে । কলকাতার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪২ থেকে ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৪.৭ মিলিমিটার।

Previous articleকরোনার কারণে মুম্বইতে সরতে পারে আইপিএল
Next articleব্রিটেনে প্রায় আড়াই হাজার কোটি টাকা বিনোয়োগ করবেন সেরাম কর্তা