তথাগত রায়ের টুইটের ভাষা ঘিরে ফের উসকে উঠল বিতর্ক।
বেহিসেবি মন্তব্যে তার জুড়ি মেলা ভার । তবে এত দিন তথাগত মূলত মন্তব্য করতেন বিজেপি-বিরোধীদের প্রতি। কিন্তু নীলবাড়ির লড়াইয়ের গো-হারা হেরে সেই তথাগতই এ বার তীর ছুঁড়লেন দলীয় নেতৃত্বের দিকে। 
মঙ্গলবার বিজেপি-র বর্ষীয়ান নেতা তথাগত টুইট করেন। তিনি দলের তিন তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার ও তনুশ্রী চক্রবর্তীকে টিকিট দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।
তাঁর এসব প্রশ্নের মধ্যে যে কতটা শ্লেষ লুকিয়ে, তা বিজেপি শীর্ষ নেতৃত্বও নিশ্চয়ই বুঝতে পারছেন । তবে তারকা প্রার্থীদের ‘নগরীর নটী’ হিসেবে চিহ্নিত করা নিয়ে স্বভাবতই বিস্তর আপত্তি উঠেছে তারকামহলে। তৈরি হয়েছে বিতর্কও। তিনি দলীয় নেতৃত্বের উপর ব্যর্থতার দায় চাপাতে গিয়ে ফের আরেক বিতর্ক উসকে দিলেন।
পায়েল, শ্রাবন্তীর মতো ‘নগরীর নটীদের টিকিট কে দিয়েছিল?’ বিজেপি নেতৃত্বকে তোপ তথাগতর
Date:
Share post: