Monday, November 10, 2025

মেদিনীপুরে দুষ্কৃতী হামলার শিকার কেন্দ্রীয় মন্ত্রী, অভিযোগ- পাল্টা অভিযোগে সরগরম রাজনীতি

Date:

Share post:

ভোট-পরবর্তী হিংসাকে হাতিয়ার করে ময়দানে নেমেছে গেরুয়া শিবির। ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এরই মাঝে মেদিনীপুরে(Medinipur) এসে দুষ্কৃতী হামলার শিকার হলেন কেন্দ্রীয় মন্ত্রী(central minister) ভি মুরলিধরন(v muraleedharan)। সম্প্রতি এই সংক্রান্ত এক ভিডিও প্রকাশ্যে আনেন তিনি যেখানে দেখা গিয়েছে ইট নিয়ে তার গাড়ি লক্ষ্য করে তেড়ে আসছে উন্মত্ত জনতা। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকার পরিস্থিতি। মন্ত্রী অভিযোগ তুলেছেন তৃণমূলের(TMC) দুষ্কৃতীরা তাঁর ওপর হামলা চালিয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করে ঘটনাকে বিজেপির(BJP) গোষ্ঠীদ্বন্দ্ব বলে পাল্টা জানানো হয়েছে তৃণমূলের তরফে।

জানা গেছে, ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে বুধবার রাজ্যে এসেছিলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরন। বৃহস্পতিবার সকালে তিনি রওনা দেন মেদিনীপুরের উদ্দেশ্যে। মেদনীপুরের পাঁচকুড়ি এলাকায় মন্ত্রীর কনভয় পৌছতেই একদল উন্মত্ত জনতা তাঁর গাড়ি লক্ষ্য করে ধেয়ে আসেন বলে অভিযোগ। এরপর ইট, বাঁশ ছোড়া হয় মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে। পরিস্থিতি বেগতিক বুঝে গাড়ি ঘুরিয়ে কোনরকমে এলাকা ছাড়েন তিনি। এরপর সোশ্যাল মিডিয়ায় ওই কেন্দ্রীয় মন্ত্রীর সরাসরি অভিযোগ করেন, ‘তার গাড়ির ওপর হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।’

আরও পড়ুন:দিনহাটায় আক্রান্ত উদয়ন গুহ, ভাঙল হাত, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে। পাল্টা তৃণমূলের দাবি, বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। রাজনৈতিক লড়াইয়ে হেরে গিয়ে এখন শাসক দলকে বদনাম করতে উঠে-পড়ে লেগেছে বিজেপি। উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে গেরুয়া শিবির। বিজেপির তরফে ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত একাধিক ভিডিও ও ছবি প্রকাশে আনা হয়েছে। যার অধিকাংশই ভুয়ো। তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছে নির্বাচনে হেরে যাওয়ার পর এভাবেই বাংলাকে অশান্ত করতে উঠে পড়ে লেগেছে বিজেপি বাহিনী।

Advt

spot_img

Related articles

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...