Saturday, May 3, 2025

হাতে রয়েছে ৬ মাস। তৃতীয়বার মুখ্যমন্ত্রীর আসনে ইতিমধ্যে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee ) । কোভিড পরিস্থিতি সামলানোর মাঝেই রাজনৈতিক মহলে জল্পনা, কোন কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী? চলছে নানা স্পেক্যুলেশন। অনেক কাটাছেঁড়া। মুখ্যমন্ত্রীর প্রার্থী হওয়া নিয়ে ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-এর সূত্র থেকে যে খবর উঠে এসেছে তা পাঠকের কাছে রাখা হলো।

সম্ভাবনা এক : মুখ্যমন্ত্রী (chief  minister) প্রার্থী হতে পারেন খড়দায়। সেখানে ভোটের পরেই কোভিডে মৃত্যু হয় নেত্রীর ঘনিষ্ঠ সহকর্মী কাজল সিনহার। ফল বের হলে দেখা যায়, জিতেছেন প্রয়াত কাজল সিনহা। ব্যবধানও বিশাল। ফলে অটোমেটিক চয়েজ খড়দা। মুখ্যমন্ত্রী মাঝে ইঙ্গিতও দিয়েছিলেন। কিন্তু একটি সূত্র বলছে, প্রয়াত সহকর্মীর স্ত্রীকে প্রার্থী করার ব্যাপারে কথা দিয়েছিলেন নেত্রী। তাই খড়দায় প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে দোদুল্যমানতা রয়েছে। কিন্তু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সম্ভাবনা দুই : তাঁর পুরনো কেন্দ্র ভবানীপুরে প্রার্থী হতে পারেন মুখ্যমন্ত্রী। এই সম্ভাবনা প্রবল। এই কেন্দ্রে জয়ী হয়েছেন রাজ্যের প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। জিতেছেন বিশাল ব্যবধানে। শীর্ষস্তরে এই ভাবনা ঘোরাফেরা করছে যে শোভনদেবকে রাজ্যসভায় পাঠিয়ে এই আসনে প্রার্থী হয়ে মুখ্যমন্ত্রী জিতে আসতে পারেন। কারণ, দীনেশ ত্রিবেদী দলবদল করায় এবং মানস ভুঁইয়া বিধানসভা ভোটে প্রার্থী হয়ে জিতে আসায় রাজ্যসভার দুটি আসন এই মুহূর্তে শূন্য রয়েছে।

সম্ভাবনা তিন : রাসবিহারী কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে দূরন্তভাবে জিতে এসেছেন প্রাক্তন পুর পারিষদ দেবাশিস কুমার। পুর রাজনীতিতে পরিচিত মুখ। জনপ্রিয়, মেয়র প্রার্থী হওয়ার উপযুক্ত নেতা। এমনও হতে পারে দেবাশিস কুমারকে কলকাতা পুরসভা ভোটে মেয়র প্রোজেক্ট করে তৃণমূল পুরসভা ভোটের লড়াইয়ে নামল। দেবাশিস দক্ষিণের প্রার্থী। সামঞ্জস্য রাখতে উত্তর থেকে ডেপুটি মেয়র হতে পারেন স্মিতা বক্সি। পুর রাজনীতিতে পরিচিত মুখ অতীন ঘোষ ইতিমধ্যে বিধায়ক হিসাবে জিতে গিয়েছেন। মন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল। ফলে দেবাশিসকে সামনে আনতে কোনও সমস্যা হওয়ার কথা নয়।

এই তিনটি সম্ভাবনা রয়েছে প্রবলভাবে। তবে শেষ মুহূর্তে, শেষ সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী নিজেই। তিন সম্ভাবনার বাইরে চতুর্থ সম্ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায় সব সময়ই খোলা রাখেন।

Related articles

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version