ফের পেট্রোল-ডিজেলের দাম বাড়ালো মোদি সরকার, এই নিয়ে টানা ৩দিন

৩৫ দিনে ২২ বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম! আজ কলকাতায় কত?
ফাইল ছবি

বাংলা-সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোট (West Bengal Assembly Election) মিটতেই হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। এই নিয়ে টানা তিনদিন পেট্রোল-ডিজেলের (Petrol Disel) দাম বাড়ালো (Price Increase) কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার। গত মঙ্গলবার থেকে বাড়তে থাকা দামের রেশ চলেছে আজ, বৃহস্পতিবারও।

দেশের মেট্রো শহরগুলিতে একলাফে ২০ থেকে ৩০ পয়সা বাড়ল জ্বালানি তেলের দাম। অর্থাৎ, তিনদিনের মধ্যে ৪০–৫০ পয়সা পেট্রলের লিটারপ্রতি দাম। ডিজেল লিটার পিছু বাড়ল ৫০–৬০ পয়সা। কলকাতায় এক লিটার পেট্রলের দাম ৯০.৯২ টাকা থেকে বেড়ে (২২ পয়সা) হল ৯১.১৪ টাকা। আর এক লিটার ডিজেলের জন্য খরচ করতে হবে ৮৪.২৬ টাকা (২৮ পয়সা)।

রাজধানী দিল্লিতে ২৫ পয়সা বেড়ে লিটার প্রতি পেট্রলের দাম হল ৯০.৯৯ টাকা। ডিজেলের মূল্য বেড়ে হয়েছে ৮১.৪২ টাকা। বুধবারই যা ছিল ৮১.১২ টাকা। মুম্বইয়ে ২২ পয়সা বেড়ে লিটারপিছু পেট্রলের দাম গিয়ে পৌঁছল ৯৭.৩৪ টাকায়। বাণিজ্য নগরীতে লিটার প্রতি ৩০ পয়সা বাড়ল ডিজেলের মূল্য। ৮৮.৪৯ টাকায় মিলবে এক লিটার ডিজেল। চেন্নাইয়ে এক লিটার পেট্রল ও ডিজেলের দাম বেড়ে হলো ৯২.৯০ এবং ৮৬.৩৫ টাকা।

Advt

 

Previous articleকরোনায় প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিং
Next articleবেলাগাম সংক্রমণের জের, পূর্ণ লকডাউনের ঘোষণা কেরলে