করোনাই কেড়ে নিল প্রিয় দুইজনকে, মায়ের পর দিদিকে হারালেন বেদা কৃষ্ণমূর্তি

মাত্র ২ সপ্তাহ আগে মাকে হারিয়েছিলেন বেদা কৃষ্ণমূর্তি (Veda Krishnamurthy)। বৃহস্পতিবার  দিদিকে হারালেন ভারতীয় দলের এই ক্রিকেটার। করোনায় আক্রান্ত হয়ে প্রান হারালেন বেদা কৃষ্ণমূর্তির দিদি বতসালা শিবকুমার (  Vatsala Shivakumar)। এর আগে করোনায় প্রান হারান বেদার মা। করোনাই  কেড়ে নিল তাঁর দুই প্রিয়জনকে। এতে ভেঙে পড়েছেন বেদা।

বৃহস্পতিবার রাতে এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেদার দিদি বতসালা শিবকুমার। এপ্রিল মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি।

মায়ের মৃত্যুর পর ভারতীয় ব্যাটসম্যান টুইট করে লেখেন, “মায়ের মৃত্যুর পর একাধিক মানুষের বার্তা পেয়েছি। মাকে ছাড়া আমার পরিবারের কথা কল্পনাও করতে পারছি না। আমরা এখন দিদির জন্য প্রার্থনা করছি।”

তবে বৃহস্পতিবার বেঁচে থাকার যুদ্ধে হার মানেন বেদার দিদি। শেষমেশ মায়ের পর দিদিকে হারানা ভারতীয় এই ক্রিকেটার।

২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ঘটে বেদা কৃষ্ণমূর্তির। ভারতের হয়ে ৪৮টি ওয়ান ডে (ODI) ম্যাচ এবং ৭৬টি টি-২০ (T-20) ম্যাচ খেলেছেন তিনি।

আরও পড়ুন:করোনা যুদ্ধে সামিল বিরুষ্কা, আক্রান্তদের সাহায্যের জন‍্য অর্থদান ‘বিরাট’ দম্পতির

Advt