Sunday, May 11, 2025

পাঁচ রাজ্যেই ভরাডুবি, ফের প্রশ্নের মুখে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নেতৃত্ব

Date:

সদ্যসমাপ্ত পাঁচ রাজ্যের ভোটে দলের ভরাডুবির জেরে ফের কংগ্রেসের অন্দরে দল পরিচালনা নিয়ে প্রশ্ন উঠেছে৷

শুধু বাংলায় নয়, সদ্য শেষ হওয়া ৫ রাজ্যের নির্বাচনেই খুব খারাপ ফল করেছে কংগ্রেস। বাংলায় কোনও আসনেই জিততে পারেনি কংগ্রেস (Congress)৷ পাশাপাশি অসম, তামিলনাড়ু, কেরলের মতো রাজ্যেও দল সেভাবে সাফল্য পায়নি। এই ফলের পরই সোনিয়া গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে৷

২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের পতনের দায় নিয়ে দলের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তদানীন্তন সভাপতি রাহুল গান্ধী (RahulGandhi)। এরপর কার্যত বাধ্য হয়ে দলের ভার কাঁধে তুলে নেন UPA চেয়ারপার্সন অসুস্থ সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। এই মুহুর্তে তিনি অন্তর্বর্তীকালীন সভানেত্রী পদে রয়েছেন। এদিকে আগামী জুন মাসে সম্ভবত কংগ্রেস সভাপতি নির্বাচন হতে পারে। সাম্প্রতিক এই ফলাফলের পর ফের দলের নির্বাচিত সভাপতির দাবি উঠেছে৷ বেশ কিছুদিন ধরেই এআইসিসি’র একাধিক শীর্ষ নেতা দলের সভাপতি পদে নির্বাচনের দাবি জানিয়ে চলেছেন৷ কোনওক্রমে সেই দাবি ঠেকাতে জুন মাসে দলীয় নির্বাচনের কথা ঘোষণা করা হয়৷ দলের একাংশ রাহুল গান্ধীকে ফের দলের সভাপতি হিসেবে চাইছে। কিন্তু রাহুল এখনও পর্যন্ত রাজি হননি৷

এদিকে, কী কারণে à§« রাজ্যেই এই লজ্জাজনক ফল হলো, তা খতিয়ে দেখতে আগামী ১০ মে বৈঠকে বসতে চলেছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি (CWC)। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে কেন দল একটিও আসন পেল না, তা নিয়ে ওই বৈঠকে বিশেষ আলোচনা হতে পারে৷ দলের এমন পরাজয় প্রসঙ্গে সোনিয়া গান্ধী বলেছেন, “পাঁচ রাজ্যে আমাদের দলের ফল খুবই হতাশাজনক এবং অপ্রত্যাশিত। কেন এমন ফল হল, তা খতিয়ে দেখবে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি।” কংগ্রেসের সংসদীয় দলের এক ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে তিনিএ কথা বলেছেন৷ একইসঙ্গে, দেশের করোনা পরিস্থিতি নিয়ে ফের প্রধানমন্ত্রীকে (Narendra Modi ) নিশানা করেছেন সোনিয়া গান্ধী। মোদিকে কটাক্ষ করে সোনিয়া গান্ধী বলেছেন, “এই সরকারের আমলে দেশ ডুবছে৷ করোনা সংকট মোকাবিলায় এমন একজন নেতার প্রয়োজন, যাঁর দূরদর্শিতা রয়েছে৷”

Related articles

অপারেশন সিন্দুর: শাড়িতে-কেকে ভারতীয় সেনাকে কুর্নিশ

পহেলগাম জঙ্গি হামলার প্রত্যুত্তরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধুলিস্যাৎ করেছে ভারতীয় সেনা (Indian Army)।...

মাতৃদিবসে নস্টালজিক বিনোদন জগত, কথায়-ছবিতে সমাজমাধ্যমে অনুভূতি শেয়ার তারকাদের

পৃথিবীর আলো দেখিয়েছেন যিনি সেই মায়ের জন্য কোনও একটা দিন কখনই যথেষ্ট হতে পারেনা। বছরে প্রত্যেকটা দিনের প্রত্যেকটা...

আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের ফেরার বার্তা বিসিসিআইয়ের!

শুরু হতে চলেছে আইপিএল(IPL)! হ্যাঁ যো শোনাযাচ্ছে আইপিএল(IPL) শুরুর করার কাজ আরম্ভ করে দিয়েছে বিসিসিআই(BCCI)। শোনাযাচ্ছে আগামী ১৩...

‘অপারেশন সিন্দুর’-এর অস্ত্র ব্রহ্মস! ইউনিট উদ্বোধনে শক্তি জাহির রাজনাথের

ভারত-পাকিস্তান উত্তেজনার পরিস্থিতির মধ্যেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) উদ্বোধন করলেন ব্রহ্মসের (Brahmos) নয়া ইউনিটের। এই ইউনিট...
Exit mobile version