Tuesday, August 26, 2025

আজব! করোনা থেকে বাঁচতে হলে পান করতে হবে গোমূত্র। দাবি উত্তরপ্রদেশের বালিয়া বৈরিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংয়ের। শুধু পরামর্শ দিয়েই থেমে যাননি ওই বিজেপি বিধায়ক, বাতলে দিয়েছেন কীভাবে–কখন পান করতে হবে গোমূত্র। এই সংক্রান্ত একটি ভিডিও তিনি আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়। ওই বিজেপি বিধায়কের কথায়, করোনা ঠেকানোর অব্যর্থ ওষুধ গোমূত্র। শুধু করোনাই ঠেকাবে না, শরীরকেও চাঙ্গা রাখবে ওই টোটকা, দাবি ওই বিধায়কের।

আরও পড়ুন- অনুপ্রেরণা মমতা, প্রাপ্তির আশায় স্যানিটাইজার স্প্রে গান হাতে দার্জিলিঙে ঘুরছেন বিমল গুরুং

ভারতে করোনার বাড়বাড়ন্ত হওয়ার পর থেকেই ভাইরাসকে পরাস্ত করতে নান ধরণের টোটকা, কায়দাকানুনের কথা ভেসে এসেছে। বিভিন্ন ধরণের মানুষ এক এক উপায় বলেছেন। কেউ বলেছেন রোদে ঘুরলে নাকি করোনা হবে না, আবার কারও বক্তব্য গোমূত্র পান করলে করোনাকে পরাস্ত করা সম্ভব! ২০২১ সালে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় যখন জেরবার ভারত, তখনও দেশের একাধিক প্রান্তে অব্যাহত রয়েছে সেসব ধারনা। শরীরে বাসা বেঁধে বসে থাকা করোনা ভাইরাসকে দূর করতে গোমূত্রই যথেষ্ট, দাবি উত্তরপ্রদেশের ওই বিজেপি বিধায়কের। গোমূত্র পান করার সেই ভিডিও ব্যাপক ভাইরালও হয়েছে নেট মাধ্যমে। শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

 

বিজেপি বিধায়কের ওই ভিডিওটিতে গোমূত্র পান করতে দেখা গিয়েছে। বিজেপি বিধায়কের দাবি, গোমূত্র করোনা সংক্রমণ রুখতে সক্ষম। দিনে ১৮ ঘণ্টা কাজ করার পরও তিনি নাকি ওই গোমূত্র পান করেই সুস্থ রয়েছেন বলে দাবি তাঁর। ভিডিওতে সুরেন্দ্রকে বলতে শোনা গিয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে গোমূত্র সেবন করতে হবে। দু–তিন চামচ গোমূত্র এক গ্লাস জলে মেশাতে হবে। তারপর এক ঢোকে সেই জল খেয়ে নিতে হবে। তবে এই টোটকা সেবন করার ক্ষেত্রে একটি বিশেষ নিয়মের কথা বলেছেন ওই বিধায়ক। তাঁর দাবি, গোমূত্র পানের আধঘণ্টা পর্যন্ত কোনও কিছু খাওয়া বা পান করা যাবে না। সুরেন্দ্রর কথায়, বিজ্ঞানে বিশ্বাস করুন আর না করুন, গোমূত্র করোনা রুখতে সক্ষম।

আরও পড়ুন- দুর্বারের প্রতিষ্ঠাতা, অনন্য সমাজসেবী চিকিৎসক স্মরজিত জানাকে কাড়ল করোনা

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...
Exit mobile version