Saturday, November 8, 2025

দুর্বারের প্রতিষ্ঠাতা, অনন্য সমাজসেবী চিকিৎসক স্মরজিত জানাকে কাড়ল করোনা

Date:

Share post:

মারণ করোনাভাইরাস কেড়ে নিল এক অসাধারণ সমাজসেবক চিকিৎসকের জীবন। বিশিষ্ট মহামারি বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য আন্দোলনের প্রথমসারির কর্মী, এইডস বিরোধী সচেতনতা আন্দোলনের প্রাণপুরুষ, যৌনকর্মী ও সমাজের প্রান্তিক শ্রেণীর মহিলাদের সংগঠন দুর্বার মহিলা সমিতির প্রতিষ্ঠাতা চিকিৎসক স্মরজিত জানা (dr.smarajit jana) প্রয়াত। গত কয়েক দশকে অন্তত ৬৫ হাজার যৌনকর্মীকে নতুন জীবন দিয়েছিলেন ডা.স্মরজিত জানা। যৌনকর্মীদের শিশুরা যাতে সুন্দর ভবিষ্যত পায় তা নিশ্চিত করতে কাজ করেছেন আজীবন। নব্বইয়ের দশক থেকে নিরলস কাজ করে গিয়েছেন সোনাগাছি সহ-কলকাতার অন্যান্য যৌনপল্লিতে মহিলাদের আর্থ-সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতা তৈরিতে। গত বছর থেকে তিনি যৌন পল্লীগুলিতে করোনা সচেতনতার প্রচার শুরু করেছিলেন। আর সেই করোনাই কেড়ে নিল সমাজবন্ধু এই চিকিৎসকের প্রাণ। তাঁর মৃত্যুতে এরাজ্যের যৌনকর্মীরা কার্যত অভিভাবক হারালেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্মরজিত জানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, “স্মরজিত জানার মৃত্যুতে আমি গভীর শোকাহত। যৌনকর্মীদের সমবায় গড়ে তুলে তিনি প্রত্যেক যৌনকর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করে দিয়েছিলেন এবং প্রান্তিক মহিলাদের নানা সামাজিক সুবিধের মধ্যে নিয়ে এসেছিলেন। তাঁর পরিবার ও অনুগামীদের জন্য সমবেদনা।”

আরও পড়ুন- অনুপ্রেরণা মমতা, প্রাপ্তির আশায় স্যানিটাইজার স্প্রে গান হাতে দার্জিলিঙে ঘুরছেন বিমল গুরুং

১৯৯২ সালের ফেব্রুয়ারি মাসে স্মরজিত জানার প্রচেষ্টায় গড়ে ওঠে দুর্বার। প্রাথমিকভাবে নিষিদ্ধপল্লিতে নাবালিকা পাচার, যৌনকর্মীদের অধিকার দাবিদাওয়া বুঝে নেওয়ার লড়াই শুরু হয়েছিল তাঁর হাত ধরেই। পাশাপাশি ছিল মারণব্যধি এইডস-এর বিরুদ্ধে লড়াই চালিয়েছেন। তাঁর কাজ আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশংসিত হয়েছে। এর পাশাপাশি যৌনকর্মীদের সন্তানদের মূল স্রোতে নিয়ে আসার জন্য নানা সময়ে অভিনব প্রকল্প নিয়েছেনিলেন স্মরজিত জানা। ২০১৫ সালে বারুইপুর রামনগরে একটি ফুটবল অ্যাকাডেমি গড়ে তোলেন দুর্বারের মাধ্যমে। সেখানে অনুর্ধ্ব ১৩-১৫ এর ছেলেমেয়েরা খেলার সুযোগ পেত। দুর্বারের তরফে তাঁর নেতৃত্বে ছেলেমেয়েদের স্বাবলম্বী করে তোলার জন্য সারা বছর নানা পরিকল্পনা করা হতো। সোনাগাছির যৌনপল্লীতে সমবায় থেকে দুর্গাপুজো, স্বাস্থ্যশিবির সহ বহু সামাজিক কর্মকাণ্ড চালাতেন এই অক্লান্ত চিকিৎসক।

আরও পড়ুন- ‘করোনা রোখার থেকে টুইট মুছতে বেশি ব্যস্ত মোদি, ক্ষমাযোগ্য নয়’, জানালো LANCET journal

Advt

spot_img

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...