Thursday, January 22, 2026

শারীরিক অবস্থার উন্নতি, বিদেশ যেতে চান খালেদা জিয়া

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। তারা জানান, চেয়ারপারসনের অক্সিজেনের মাত্রা ওঠানামা করলেও আগের তুলনায় এর চাহিদা হ্রাস পেয়েছে। আগে যেখানে ৩-৪ লিটার অক্সিজেন প্রয়োজন হতো সেখানে বর্তমানে এক লিটার লাগছে। এ সাপোর্ট নিয়ে তার অক্সিজেন স্যাচুরেশন লেভেল ১০০ শতাংশ। শুক্রবার বিকাল ৫টায় তার রক্তচাপ ছিল ১২০/৮০, শ্বাস-প্রশ্বাসের হার প্রতি মিনিটে ১৫-২০ থাকে।

এদিকে বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছে তার পরিবার ও বিএনপি। খালেদা জিয়ার পাসপোর্ট নবায়ন, ভিসাসহ আনুষঙ্গিক কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। যাতে অনুমতি পেলে যে কোনো মুহূর্তে তাকে বিদেশে নেওয়া যায়। পরিবারের পক্ষ থেকে তাকে যুক্তরাজ্যে নেওয়ার জন্য জোর তৎপরতা চালানো হচ্ছে।

বিকল্প হিসাবে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও সৌদি আরবকে বিবেচনায় রেখেছেন তারা। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে শুক্রবার রাতে তার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, তিনি এখনো সিসিইউতে আছেন। চিকিৎসকরা সকালে তাকে দেখেছেন এবং পরীক্ষা-নিরীক্ষা করেছেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে মেডিকেল বোর্ড আগের চিকিৎসাই অব্যাহত রেখেছে। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে।

ডা. জাহিদ আরও বলেন, বিদেশে নেওয়ার ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। কীভাবে তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেবে তা সরকারের বিষয়। বিমানে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়া এখন একটি স্বনামধন্য হাসপাতালে এবং স্বনামধন্য চিকিৎসকদের অধীনে চিকিৎসাধীন আছেন। বিদেশে যাওয়ার অনুমতির আবেদন করা হয়েছে। এ অবস্থায় অনুমতি পেলে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত জানাবে।

বৃহস্পতিবার খালেদা জিয়ার রক্তসহ বেশকিছু পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে, তার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বেড়েছে, ফুসফুসের পানির জমাও কমে গেছে। কমেছে বুকের ব্যথাও। করোনা-পরবর্তী খালেদা জিয়ার কিডনি সচল রাখতে চিকিৎসাসেবা অব্যাহত রেখেছেন। তার ডায়াবেটিস এখন প্রায় নিয়ন্ত্রণে। এখন তিনি স্বাভাবিক খাবারও খাচ্ছেন।

আরও পড়ুন-বিজেপির চাপে শেষ পর্যন্ত ট্যুইট করলেন ‘বাধ্য’ মুকুল, জল্পনায় জল ঢালার চেষ্টা

খালেদা জিয়ার ভিসার আবেদন যুক্তরাজ্য বিবেচনা করবে : খালেদা জিয়ার ভিসার আবেদন যুক্তরাজ্য বিবেচনা করবে বলে জানা গেছে। যদিও প্রক্রিয়াগত কারণে ভিসা পেতে কিছুটা বিলম্ব হতে পারে। বর্তমানে ভিসা প্রক্রিয়া করার প্রতিষ্ঠান ভিএফএস বন্ধ আছে। রোববার কিংবা সোমবার ভিএফএস খোলা হবে। এরপর ভিসা প্রক্রিয়া হতে পারে। জানতে চাইলে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের একজন মুখপাত্র শুক্রবার যুগান্তরকে বলেন, কোনো ইন্ডিভিজুয়াল কেসের ক্ষেত্রে আমরা মন্তব্য করি না। যদি খালেদা জিয়া ভিসার জন্য আবেদন করে থাকেন তাহলে বিষয়টি যুক্তরাজ্য সরকার বিবেচনা করে দেখবে।

এ বিষয়ে বিদেশ মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভিএফএস গ্লোবাল (বাংলাদেশ) লিমিটেডের কার্যক্রমকে জরুরি পরিষেবা হিসাবে বিবেচনা করে স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক অবিলম্বে চালু রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী রবি বা সোমবার এ সংস্থা কার্যক্রম শুরু করবে বলে আশা করা হচ্ছে।

বিদেশে নিতে সরকারের অনুমতির অপেক্ষায় পরিবার :

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার জন্য অনুমতির ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। তবে দু-একদিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে বলে আশাবাদী তার পরিবার ও বিএনপি। বৃহস্পতিবার আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তার আবেদনটি পেয়েছি। যাচাই শেষে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইনমন্ত্রী বলেন, আশা করছি আগামী কার্যদিবসের (রোববার) মধ্যে সিদ্ধান্ত জানাতে পারব। যেহেতু তিনি অসুস্থ তাই যথাশিগগিরই এটা শেষ করতে হবে। তবে বিষয়টি আমরা মানবিক দৃষ্টিতে দেখছি।’
চিকিৎসকরা খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার পরামর্শের পর তার পরিবারের সদস্যদের মধ্যেও এক ধরনের সংশয় দেখা দিয়েছে। পরিবারের এক সদস্য বলেন, খালেদা জিয়ার বয়স ৭৬ বছর এবং তিনি কিছুদিন ধরেই কোভিড-পরবর্তী জটিলতায় ভুগছেন। শারীরিক এ অবস্থায় তিনি বিমানে দীর্ঘ যাত্রা করতে পারবেন কিনা, সে ব্যাপারে চিকিৎসকরা সিদ্ধান্ত দেবেন। প্রায় সব ক্ষেত্রে অবস্থা আগের মতোই থাকছে। সেজন্য তার বিমানে দীর্ঘ যাত্রা নিয়ে এখনো সংশয় আছে। লন্ডনে যাওয়ার মতো দূরের যাত্রার সিদ্ধান্ত দেওয়ার আগে তারা আবারও সবকিছু পরীক্ষা করে দেখবেন বলে তিনি জানান। পরিবারের আরেকটি সূত্র জানায়, সরকারের অনুমতি পাওয়ার পর খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রী এবং খালেদা জিয়ার সহযোগী ফাতেমা তার সঙ্গে যাবেন।

Advt

spot_img

Related articles

বড় সাফল্য যৌথ বাহিনীর! এনকাউন্টারে খতম ‘মোস্ট ওয়ান্টেড’ মাওবাদী নেতা অনল 

ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার সারান্ডা জঙ্গলে মাওবাদী দমন অভিযানে বড়সড় সাফল্য পেল যৌথ নিরাপত্তাবাহিনী। বৃহস্পতিবার ভোরে এক রক্তক্ষয়ী...

ডোডায় গাড়ি দুর্ঘটনায় সেনাদের প্রাণহানিতে শোকপ্রকাশ অভিষেকের

জম্মুর (Jammu) ডোডায় গাড়ি দুর্ঘটনায় (Accident) ১০ সেনার প্রাণহানিতে শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

মুড়িগঙ্গায় ডুবল বাংলাদেশি বার্জ! ১১ জনকে উদ্ধার ভারতীয় প্রশাসনের

বজবজে মাঝ মুড়িগঙ্গায় ডুবল বাংলাদেশি পণ্যবাহী জাহাজ (Muri Ganga Accident)। দুর্ঘটনাগ্রস্ত জাহাজটির নাম 'এমভি তামজিদ নাসির'। বুধবার বিকেলে...

সরকারের চাপে বিশ্বকাপ বয়কট! চরম ক্ষতির মুখে বাংলাদেশ

কূটনীতির আবেগে গা ভাসিয়ে এবং ভারত বিরোধিতার সুর চড়িয়ে টি২০ বিশ্বকাপ( T20 World Cup )বয়কট করেছে বাংলাদেশ(Bangladesh)। আসন্ন...