টিম সেইফার্টের(tim seifert) পর এবার করোনায়( corona) আক্রান্ত হলেন কলকাতা নাইট রাইডার্সের( kkr) আরেক ক্রিকেটার প্রসিদ্ধ কৃষ্ণা( prasidh krishna) । এক সংবাদ সংস্থা জানিয়েছেন করোনায় আক্রান্ত প্রসিদ্ধ কৃষ্ণা।

সংবাদ সংস্থা জানিয়েছে, প্রসিদ্ধের করোনা পরীক্ষা হয়, এবং সেই রিপোর্ট পজেটিভ আসে। গতকালই আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ইংল্যানডের বিরুদ্ধে পাঁচ টেস্ট সিরিজের দল ঘোষণা করা হয়। প্রথম দলে না থাকলেও স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছিল প্রসিদ্ধকে। করোনা রিপোর্ট পজেটিভ আসায় ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ড যাওয়া অনিশ্চিত হয়ে পড়ল তাঁর।

চলতি আইপিএলে নাইটদের হয়ে ৭টি ম্যাচ খেলেন প্রসিদ্ধ। কেকেআরের হয়ে ৮টি উইকেট নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন:করোনা আক্রান্ত কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার টিম সেইফার্ট
