Monday, August 25, 2025

নির্বাচনে অন্তর্ঘাতের অভিযোগ, বহিষ্কার করা হল তৃণমূলের দুই নেতাকে

Date:

নির্বাচনী লড়াইয়ে বিজেপিকে(BJP) টক্কর দিয়ে লেটার মার্কস সহ পাস করলেও তৃণমূলের(TMC) অন্দরে বেশকিছু সমস্যা রয়েই গিয়েছে। বিজেপির কাছে হেরে যাওয়া একাধিক বিধায়ক(MLA) দাবি করেছেন দলের বেশ কয়েকজন নেতা নির্বাচনী লড়াইয়ে তাদের সাহায্য করা তো দূরে থাক, উল্টে দলে থেকে পরোক্ষভাবে বিজেপিকে সাহায্য করেছে। ভোট পর্ব মিটতেই বিজেপিকে তলে তলে সাহায্য করা এই সমস্ত নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে শুরু করলো তৃণমূল। নির্বাচনে দল বিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করা হলো খেজুরীর প্রাক্তন বিধায়ক রণজিৎ মন্ডল(Ranjit Mondal) ও জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারীকে(anandamay adhikary)।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের ১৬ টি বিধানসভা আসনের মধ্যে ৯ টি বিধানসভা আসনে জয়লাভ করেছে তৃণমূল। ৭ টি আসনে জয় পেয়েছে বিজেপি। তৃণমূলের দাবি, এই জেলায় যে কটি আসনে বিজেপি জিতেছে সেখানে রয়েছে গদ্দারদের ভূমিকা। তৃণমূলে থেকেও পরোক্ষভাবে বিজেপিকে সাহায্য করে গিয়েছেন বেশ কয়েকজন নেতা। এই অভিযোগেই প্রাক্তন বিধায়ক রণজিৎ মন্ডল ও আনন্দময় অধিকারীকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গিয়েছে। এ প্রসঙ্গে পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি সৌমেন মহাপাত্র বলেন, “রণজিৎ মন্ডল ও আনন্দময় অধিকারীকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে কারণ ওরা নির্বাচনে বিজেপির হয়ে কাজ করেছে। ওনারা যদি নিজে থেকে সরে যান তাহলে ভাল। না হলে অনাস্থা এনে সরিয়ে দেওয়া হবে।”

আরও পড়ুন:‘চোর, লম্পট, দুশ্চরিত্রদের জন্য বঙ্গে বিজেপির এই হাল’, ফের বিস্ফোরক তথাগত

উল্লেখ্য, শুভেন্দু ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত এই দুই তৃণমূল নেতা। শুভেন্দুর দলত্যাগের জল্পনার মাঝেই তার একাধিক সভায় দেখা গিয়েছিল এনাদের। এই দুই তৃণমূল নেতার ঘরের মাঠ খেজুরি ও হলদিয়াতে বিজেপির কাছে হার হয়েছে তৃণমূলের। বেশ কয়েক হাজার ভোটে এই দুই কেন্দ্রে বিজেপির কাছে হেরেছেন তৃণমূলের পার্থপ্রতিম দাস ও স্বপন নস্কর। এই হার পর্যালোচনার পর ওই দুই নেতার বিরুদ্ধে বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ ওঠে। এরপরই দলীয় সিদ্ধান্তে বহিষ্কার করা হয় তৃণমূলে অন্যতম শীর্ষ এই দুই নেতাকে। যদিও এই বহিষ্কার প্রসঙ্গে রণজিৎ মন্ডলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আনন্দময় অধিকারী বলেন, ‘আমি এই ধরনের কোনো নোটিশ এখনো পাইনি। আগে নোটিশ পায় তারপরে দেখব।’

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version