Wednesday, November 5, 2025

বাড়ছে করোনার প্রকোপ, ১৭ মে পর্যন্ত লকডাউন বাড়ল দিল্লি ও উত্তরপ্রদেশে

Date:

করোনা পরিস্থিতি(coronavirus situation) ক্রমশ ভয়াবহ আকার নিয়েছে গোটা দেশে। ভয়াবহ এই অবস্থা সামাল দিতে দিল্লি উত্তরপ্রদেশের মতো একাধিক রাজ্যে লকডাউন(lockdown) জারি হয়েছিল আগেই, এবার সেই লকডাউনের মেয়াদ আরও বাড়ালেন অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal) ও যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)। রবিবার ঘোষণা করে দেওয়া হয়েছে ১৭ মে পর্যন্ত লকডাউন জারি থাকবে উত্তর প্রদেশ ও দিল্লিতে। পাশাপাশি এই লকডাউনে দিল্লির মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে বলেও জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এ প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, “দিল্লিতে সংক্রমণের হার কমেছে। তবুও ঢিলেমি দিতে পারছি না। আমাদের লকডাউনের মেয়াদ বাড়াতেই হবে”।

দিল্লি পাশাপাশি উত্তরপ্রদেশ সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ১৭ মে পর্যন্ত নতুন করে লাগু হওয়া লকডাউনে ছাড় থাকছে অত্যাবশ্যক ও চিকিৎসা সংক্রান্ত পরিষেবায়। সমস্ত দোকানপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ থাকবে বেসরকারি  ও সরকারি অফিস। বিয়ের অনুষ্ঠানে সর্বধিক ১০০ জন ও বন্ধ এলাকায় সর্বাধিক ৫০ জন থাকতে পারবে। শেষকৃত্যে ২০ জনের বেশি থাকতে পারবে না। রেস্তোরাঁ, বার, স্পোর্টস কমপ্লেক্স, জিম বন্ধই থাকবে। স্কুল ও কলেজের মতো শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

আরও পড়ুন:দুবরাজপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার ১২ জন বিজেপি কর্মী

লকডাউনের মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে রবিবার এক বিবৃতিতে কেজরিওয়াল বলেন, ‘‘দিল্লিতে সংক্রমণের হার ৩৫ শতাংশ থেকে ২৩ শতাংশ নেমে এসেছে। তবে চিকিৎসকরা বলছেন যে এটিও খুব বেশি।’’ তিনি আরও যোগ করেন, ‘‘আমাদের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নত করতে লকডাউনের সময়কে কাজে লাগিয়েছি। দিল্লির মূল সমস্যা ছিল অক্সিজেনের ঘাটতি। কেন্দ্রের সাহায্যে এখন অবস্থা আরও উন্নত হয়েছে।’’

Related articles

SIR বিরোধিতায় ঠাকুরনগরে অনশন মতুয়া সম্প্রদায়ের একাংশের

এসআইআরের (SIR) কারণে এক কোটির বেশি মতুয়া সম্প্রদায় মুক্ত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বিজেপি ইচ্ছাকৃতভাবে চক্রান্ত...

হরমনপ্রীতের নয়া কীর্তি: ‘বাহুবলী কন্যার’ বাহুতে বিশ্বকাপ

দীর্ঘ অপেক্ষার অবসন ঘটিয়ে হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur )হাতে উঠেছে বিশ্বকাপ ট্রফি(ICC World Cup)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সোনালী ফ্রেমে...

SIR ‘ষড়যন্ত্র’ আটকাতে জনসাধারণের পাশে তৃণমূলের লিগাল সেল: ১১ তারিখ কলকাতা থেকে শুরু, বিশেষ নজর উত্তরবঙ্গ-পূর্ব মেদিনীপুর

এসআইআর (SIR) আতঙ্কে রাজ্যে একের পরে এক আত্মহত্যার ঘটনা ঘটছে। ফলে জনমানসে উদ্বেগ দেখা দিচ্ছে। এই পরিস্থিতি আইনি...

টাইফুন কালমেগির তাণ্ডব ফিলিপিন্সে: বিপর্যস্ত সেবু, বাড়ছে মৃত্যুর সংখ্যা

টাইফুন কালমেগির(Typhoon Kalmaegi )দাপটে ফিলিপিন্সে ( Philippine )ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর নিহতের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী,...
Exit mobile version