Thursday, August 21, 2025

বাড়ছে করোনার প্রকোপ, ১৭ মে পর্যন্ত লকডাউন বাড়ল দিল্লি ও উত্তরপ্রদেশে

Date:

করোনা পরিস্থিতি(coronavirus situation) ক্রমশ ভয়াবহ আকার নিয়েছে গোটা দেশে। ভয়াবহ এই অবস্থা সামাল দিতে দিল্লি উত্তরপ্রদেশের মতো একাধিক রাজ্যে লকডাউন(lockdown) জারি হয়েছিল আগেই, এবার সেই লকডাউনের মেয়াদ আরও বাড়ালেন অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal) ও যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)। রবিবার ঘোষণা করে দেওয়া হয়েছে ১৭ মে পর্যন্ত লকডাউন জারি থাকবে উত্তর প্রদেশ ও দিল্লিতে। পাশাপাশি এই লকডাউনে দিল্লির মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে বলেও জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এ প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, “দিল্লিতে সংক্রমণের হার কমেছে। তবুও ঢিলেমি দিতে পারছি না। আমাদের লকডাউনের মেয়াদ বাড়াতেই হবে”।

দিল্লি পাশাপাশি উত্তরপ্রদেশ সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ১৭ মে পর্যন্ত নতুন করে লাগু হওয়া লকডাউনে ছাড় থাকছে অত্যাবশ্যক ও চিকিৎসা সংক্রান্ত পরিষেবায়। সমস্ত দোকানপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ থাকবে বেসরকারি  ও সরকারি অফিস। বিয়ের অনুষ্ঠানে সর্বধিক ১০০ জন ও বন্ধ এলাকায় সর্বাধিক ৫০ জন থাকতে পারবে। শেষকৃত্যে ২০ জনের বেশি থাকতে পারবে না। রেস্তোরাঁ, বার, স্পোর্টস কমপ্লেক্স, জিম বন্ধই থাকবে। স্কুল ও কলেজের মতো শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

আরও পড়ুন:দুবরাজপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার ১২ জন বিজেপি কর্মী

লকডাউনের মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে রবিবার এক বিবৃতিতে কেজরিওয়াল বলেন, ‘‘দিল্লিতে সংক্রমণের হার ৩৫ শতাংশ থেকে ২৩ শতাংশ নেমে এসেছে। তবে চিকিৎসকরা বলছেন যে এটিও খুব বেশি।’’ তিনি আরও যোগ করেন, ‘‘আমাদের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নত করতে লকডাউনের সময়কে কাজে লাগিয়েছি। দিল্লির মূল সমস্যা ছিল অক্সিজেনের ঘাটতি। কেন্দ্রের সাহায্যে এখন অবস্থা আরও উন্নত হয়েছে।’’

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version