Wednesday, November 12, 2025

রবীন্দ্র জয়ন্তীতে ট্যুইটারে শ্রদ্ধাজ্ঞাপন রাজ্যপালের, হিংসার ঘটনা নিয়ে বিঁধলেন মুখ্যমন্ত্রীকে

Date:

রবীন্দ্র জয়ন্তীতে ট্যুইটারে শ্রদ্ধাজ্ঞাপন করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। পাশাপশি রাজ্যে সঙ্গে সংঘাত জিইয়ে রাখলেন ধনকড়। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে বার্তা দিয়ে রাজ্যপালের ট্যুইটে উঠে এল ভোট-পরবর্তী হিংসার প্রসঙ্গ। বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন ধনকড় লেখেন, জাতীয় সঙ্গীত রচয়িতা, মহান দার্শনিক এবং নোবেলজয়ী গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য। এরপরই মুখ্যমন্ত্রীকে বিঁধে রাজ্যপাল লেখেন, ভোটাধিকার প্রয়োগ করা সাধারণ মানুষের উপর হিংসা কবিগুরুর ভাবনার পরিপন্থী। আসুন তাঁর স্বপ্ন বাস্তবায়িত করার চেষ্টা করি।

ভোটের ফল প্রকাশের পরই রাজ্যের বিভিন্নপ্রান্তে দেখা গিয়েছে হিংসার ঘটনা। মারা গিয়েছে বহু। পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গে এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি দল। ইতিমধ্যে এ নিয়ে মামলাও দায়ের হয়েছে আদালতে। বাংলায় তৃতীয়বার মুখ্যমন্ত্রীর পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণের দিনও ভোট-পরবর্তী হিংসার ঘটনা নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল।

আরও পড়ুন-সোমে শপথ রাজ্য মন্ত্রিসভার, একনজরে তালিকা

শনিবার রাজভবনে রাজ্যপাল তলব করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যপালের অভিযোগ, রাজ্যে ভোট পরবর্তী হিংসা চলছেই। কিন্তু রাজ্যের সাংবিধানিক প্রধানের কাছে কোনও রিপোর্ট নেই। হিংসা নিয়ে রিপোর্ট দিতে ব্যর্থ স্বরাষ্ট্রদফতরের অতিরিক্ত মুখ্যসচিব এইচ এস দ্বিবেদী। ওইদিন রাজ্যপালের সঙ্গে দেখা করেন মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি। ৯০ মিনিট চলে বৈঠক। কিন্তু, কোনও রিপোর্ট জমা না দেওয়ায় ফের রাজ্যপাল ট্যুইটে অভিযোগ করেন, দু’জনেই এলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রিপোর্ট আনলেন না। তাঁদের দ্রুত রিপোর্ট পাঠাতে নির্দেশ দিয়েছি। এই ধরনের কাজ অত্যন্ত বিরক্তিকর! আশা করি, এবার অন্তত যথাযথ জবাব পাবো।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version