Sunday, November 16, 2025

অক্সিজেন সাপোর্টে জীবনযুদ্ধে লড়ছেন ৯ লক্ষের বেশি রোগী, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

Date:

ভয়াবহ আকার ধারণ করেছে দেশের করোনা পরিস্থিতি(Corona situation)। মারণ ভাইরাসের হানা স্পষ্ট হয়ে উঠেছে দেশের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল ছবিটা। গুরুতর এই পরিস্থিতিতে এবার দেশের করোনা রোগীদের বাস্তব চিত্র তুলে ধরলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী(Central health Minister) হর্ষবর্ধন(Harshvardhan)। সম্প্রতি এক রিপোর্ট পেশ করে তিনি জানান, সারাদেশে এই মুহূর্তে অক্সিজেন সাপোর্টে (oxygen support)রয়েছেন ৯ লক্ষ ২ হাজার ২৯১ জন রোগী। পাশাপাশি ভেন্টিলেটর সাপোর্টে(ventilator support) মৃত্যুর সঙ্গে লড়াই করছেন দেশের ১ লক্ষ ৭০ হাজার ৮৪১ জন। এছাড়াও আইসিইউতে(ICU) রয়েছেন ৪ লক্ষ ৮৮ হাজার ৮৬১ জন করোনা রোগী।

গত শনিবার কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, উড়ান মন্ত্রী হরদীপ সিং পুরি, স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অশ্বীনী কুমার চৌবে ও বন্দর এবং কেমিক্যাল সার মন্ত্রী মনসুখ মান্ডব্য। এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন নীতি আয়োগ কর্তা ভিকে পাল। এই বৈঠকেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন জানান, বর্তমানে দেশের মোট আক্রান্তের ১.৩৪ শতাংশ রোগী আইসিইউতে রয়েছেন। ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন ০.৩৯ শতাংশ এবং অক্সিজেন সাপোর্টে রয়েছেন ৩.৭০ শতাংশ করোনা রোগী।

আরও পড়ুন:বিধানসভায় প্রথমবার একসাথে শপথ নিলেন স্বামী-স্ত্রী: বেচারাম-করবী

এদিনের বৈঠকে গোটা দেশে রোগীর সংখ্যা ও তাদের শারীরিক অবস্থার রিপোর্ট পেশ করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি নীতি আয়োগ কর্তা ভিকে পাল স্বনির্ভর গোষ্ঠীর কাজ ও হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, রোগী পরিষেবার উন্নতির রিপোর্ট জমা দেন। পাশাপাশি সড়কপথে অক্সিজেন পরিবহন সম্পর্কে রিপোর্ট পেশ করেন সড়ক পরিবহন মন্ত্রকের সচিব গিরিধর আরামানে।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version