Monday, November 10, 2025

বৈঠকের আগেই ইস্তফা অসমের মুখ্যমন্ত্রী সোনোওয়ালের, অনেক এগিয়ে হিমন্ত

Date:

অসমের (Assam) মুখ্যমন্ত্রী (CM) বাছতে নাজেহাল বিজেপির (BJP) শীর্ষস্তর৷  সর্বানন্দ সোনোওয়াল (Sarbananda Sonowal) ? না’কি হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)? একটি নাম এখনও বেছে নেওয়া যায়নি৷ বিজেপি সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বদল হচ্ছে৷ অনেক এগিয়ে হিমন্ত বিশ্বশর্মা৷
এদিকে, রবিবার সকালে রাজ্যপালের সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল। রাজনৈতিক মহল বলছে, এতেই স্পষ্ট হচ্ছে হিমন্ত বিশ্বশর্মার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসা স্রেফ সময়ের অপেক্ষা৷ওদিকে সোশ্যাল মিডিয়ায় হিমন্ত-ঘনিষ্ঠরা বিশ্বশর্মার নাম না উল্লেখ করে লিখেছেন, অসমের মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিদায়ী বিজেপি সরকারের স্বাস্থ্যমন্ত্রী। তিনি ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন। তারপর থেকে উত্তর-পূর্ব ভারতে বিজেপির ‘ক্রাইসিস ম্যানেজার’ ৷
জানা গিয়েছে, সোমবার অসমের দ্বিতীয় বিজেপি সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন হিমন্ত।  বিদায়ী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালকে সম্ভবত দিল্লিতে মন্ত্রী করা হচ্ছে৷ অসম থেকে রাজ্যসভার একটি আসন ফাঁকা আছে।
রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ অসমে সোনোওয়ালের বাসভবনে যান বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ।  সেখানে ছিলেন হিমন্তও। বৈঠকের পরেই রাজ্যপালের সঙ্গে দেখা করে ইস্তফা দেন সোনোওয়াল। সোনোওয়াল যখন ইস্তফা দিচ্ছেন, তখনও সোনোওয়ালের বাসভবনেই ছিলেন হিমন্ত-সহ কেন্দ্রীয় নেতারা। ইস্তফার পর বৈঠকের জন্য বিধানসভায় পৌঁছান বিধায়করা।  সূত্রের খবর, আর কিছুক্ষণের মধ্যেই অসমের মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্তের নাম চূড়ান্তভাবে ঘোষণা হবে। মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্তের নাম প্রস্তাব করবেন সোনোওয়াল। সেই প্রস্তাবে সমর্থন জানাবেন অসমের রাজ্য বিজেপি সভাপতি রঞ্জিত কুমার দাস।
https://www.youtube.com/watch?v=-LcyBvNfc08&feature=youtu.be

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version