ব্রাত্য বসুর নতুন ছবি ‘ডিকশনারি’র বিশ্ব- স্বীকৃতি,একই দিনে ‘জোড়া’ শিরোপা

একই দিনে ‘জোড়া’ শিরোপা৷

সোমবার সকালে তৃতীয় তৃণমূল সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে শপথগ্রহণ করেছেন ‘রাজনীতিক’ ব্রাত্য বসু৷ আর ঠিক তারপরেই খবর আসে আন্তর্জাতিকস্তরে স্বীকৃতি পেলেন ‘চলচ্চিত্র পরিচালক’ ব্রাত্য বসু (Bratya Basu)৷ NIFF বা নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব,২০২১-এ ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’-এর জন্য ‘গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড’ পেল পরিচাক ব্রাত্য বসুর নতুন ছবি ‘ডিকশনারি’ (Dictionary)৷ ফেসবুকে নিজেই এ কথা জানিয়েছেন ব্রাত্য৷

মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক, চিন, পর্তুগাল, নেপাল, শ্রীলঙ্কা এবং বিশ্বের আরও অনেক দেশের চলচ্চিত্রের সঙ্গে ‘লড়াই’ করে সেরা’র শিরোপা ছিনিয়ে নিয়েছেন ব্রাত্য ৷ নেপালের অন্যতম প্রধান বার্ষিক চলচ্চিত্র এবং সাংস্কৃতিক উৎসব এই NIFF প্রতিষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে। NIFF চলতি বছরের পুরষ্কারপ্রাপ্ত চলচ্চিত্রগুলির নাম ঘোষণা করেছে৷ আর সেখানেই জ্বলজ্বল করছে ।

ব্রাত্য বসুর নতুন ছবি ‘ডিকশনারি’-র নাম৷ লক্ষ্য স্থির থাকলে প্রশাসনিক তথা রাজনীতির আঙ্গিনায় শত ব্যস্ততার মাঝেও যে শিকড়ের প্রতি আন্তরিক থাকা যায়, তার প্রমান দিলেন ব্রাত্য বসু ৷

Advt

Previous articleকরোনা পরিস্থিতির মাঝেও চাঙ্গা শেয়ারবাজার, ২৯৫ পয়েন্ট বাড়ল সেনসেক্স
Next articleসংসদের আস্থাভোটে বিপুল ব্যবধানে হারলেন নেপালের প্রধানমন্ত্রী ওলি