Tuesday, December 2, 2025

কয়লা-পাচার কাণ্ড: বিধাননগরে লালার বাড়ি বাজেয়াপ্ত করল সিবিআই

Date:

Share post:

কয়লা পাচার কাণ্ডের(coal smuggling case) তদন্তে নেমে মূল অভিযুক্ত অনুপ মাঝি(Anup maji) ওরফে লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া আগেই শুরু করে দিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই(CBI)। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জায়গা থেকে তার কয়েক শ’ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত(property seized) করা হয়েছে। লালার ওপর চাপ বাড়াতে সোমবার ফের তৎপর হল সিবিআই। বাজেয়াপ্ত করা হলো লালার বিধাননগরের বাড়িটিও।

গত ৬ মে বৃহস্পতিবার কয়লা পাচার মামলায় লালার সল্টলেক সিটি সেন্টারের একটি দোকান বাজেয়াপ্ত করা হয় সিবিআইয়ের তরফে। সেদিনই তাঁর সল্টলেকের বাড়িতেও একটি নোটিস ঝোলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানিয়ে দেওয়া হয় অবিলম্বে যেন এই বাড়িটি খালি করে দেন লালা। এরপরই সোমবার বিধাননগরের এসডিও বিধাননগর উত্তর থানার পুলিশকে সঙ্গে নিয়ে লালার সল্টলেকের এএ ব্লকের বাড়িতে যান এবং সিল করে দেন বাড়িটি।

আরও পড়ুন:দিল্লির করোনা হাসপাতালকে ১২ কোটি টাকা দিলেন অমিতাভ বচ্চন

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বলা হয়েছিল আদালতের রক্ষাকবচ পেলেও শর্ত অনুযায়ী তদন্তে সহযোগিতা করছেন না অভিযুক্ত লালা। এরপর সিবিআইয়ের আবেদনের ইতিতে লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি দেয় আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালত। এরপর উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান, এই ৪ জেলায় লালার প্রায় ২৬০টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সিবিআই। বাজারে যার মূল্য ৩০০ কোটি টাকারও বেশি বলে দাবি সিবিআইয়ের। বাজেয়াপ্ত করা এই সম্পত্তি বিক্রি করতে পারবেন না লালা। একইসঙ্গে অস্থাবর সম্পত্তির মিউটেশনও করতে পারবেন না তিনি।

Advt

spot_img

Related articles

তিক্ততা ভুলে বিয়ে করছেন স্মৃতি-পলাশ? তারকা ক্রিকেটারের বাড়ি থেকে এল বার্তা

স্মৃতি( Smriti Mandhana)-পলাশের( Palash Mucchal )বিয়ে নিয়ে চর্চার শেষ নেই। গত ২৩ নভেম্বর বিয়ের দিন নির্ধারিত ছিল। সেদিন...

ব্যঙ্গ করে তথ্য ছড়াবেন না: বক্তব্য বিকৃত করে অপপ্রচার হলে আইনানুগ ব্যবস্থার কড়া বার্তা মমতার

‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে সমাজমাধ্যমে অপপ্রচার হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার, নবান্নে উন্নয়নের খতিয়ান প্রকাশ করে কড়া বার্তা...

‘বাংলাদেশি’ দাগিয়ে বাংলায় ফেরৎ! ওড়িশা পুলিশকে আদালতের দরজা দেখিয়ে হুঁশিয়ার মহুয়ার

আবার বাঙালি হেনস্থা। আবার সেই বিজেপি শাসিত রাজ্য। আবার সেই ওড়িশা। বারবার আদালতে মুখ পোড়ার পরেও শিক্ষা হয়...

জটিলতার স্থায়ী সমাধান চাই, ফেডারেশনকে চিঠি পাঠালেন আনোয়ার স্বয়ং

আনোয়ার আলি(Anwar Ali) ইস্যুতে ফের সরগরম ময়দান। বিগত দুই মরশুম ধরেই আনোয়ার আলিকে নিয়ে অনেক জটিলতা চলছে। লাল...