রাজ্যে ঊর্ধ্বমূখী সুস্থতার হার, দৈনিক আক্রান্ত ১৯ হাজারের গণ্ডি ছাড়ালো

দেশজুড়ে দাপাদাপি করছে করোনা। অনান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ। লাফিয়ে বাড়ছে সংক্রমণ। রবিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৪১ জন। শুধুমাত্র কলকাতায় আক্রান্তের সংখ্যা ৪ হাজারের কাছাকাছি। একই চিত্র উত্তর ২৪ পরগণাতেও।
তবে মৃত্যুর হার আগের তুলনায় কিছুটা কমেছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২৪জনের। এরমধ্যে উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৩৪ জনের, কলকাতায় মৃত্যু হয়েছে ২৮ জনের।
নতুন আক্রান্তের সংখ্যা ৩,৯৯৬ জন। তৃতীয় স্থানে উঠে এল দক্ষিণ ২৪ পরগনা। এই প্রথম একদিনে সংক্রমিত সেখানকার ১,১২০ জন। হাওড়া রয়েছে চতুর্থ স্থানে। সেখানেও একদিনে সংক্রমিত এক হাজারের বেশি।নতুন সংক্রমিতের সংখ্যা ১,০৮৪ জন। উল্লেখযোগ্যভাবে সংক্রমণ বেড়েছে নদিয়ায়। একদিনে সংক্রমিত সেখানকার ১,০০৪ জন।
পাশাপ্সহি করোনাকে পরাস্ত করে সুস্থ হয়ে ওটাহ্র সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছে ১৮ হাজার ৪৫৪ জন। রাজ্যে সুথতার হার ৮৬. ০৭ শতাংশ। সুস্থতার হার সামান্য বাড়ায় কমেছে উদ্বেগ। আংশিক লকডাউনের পাশাপাশি চলছে টিকাকরণও। তবে রাজ্যের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আগাম সতর্কবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advt

Previous articleদু’দিন স্বস্তি দিয়ে ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের
Next articleভোট-পরবর্তী হিংসা কবলিত এলাকায় যাবেন, জানালেন রাজ্যপাল