ভোট-পরবর্তী হিংসা কবলিত এলাকায় যাবেন, জানালেন রাজ্যপাল

রাজভবনে মন্ত্রিসভার সদস্যদের অনাড়ম্বর 7 মিনিটের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর এই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। তিনি সাংবাদিক বৈঠকে বলেন, রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে উদ্বিগ্ন। তিনি জানান, তিনি হিংসা কবলিত এলাকায় যাবেন।

ধনকড় বলেন, “ভোট পরবর্তী হিংসা উদ্বেগজনক। ডিজিপি (Dgp) ও সিপির (Cp) কাছে রিপোর্ট চেয়েছিলাম”। রিপোর্ট পাননি বলে অভিযোগ রাজ্যপালের। তিনি হিংসা কবলিত এলাকায় যাবেন। মানুষের আত্মবিশ্বাস ফেরাতে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে বলেও মন্তব্য করেন রাজ্যপাল।

He will go to the post-poll violence-hit areas said governor

Previous articleরাজ্যে ঊর্ধ্বমূখী সুস্থতার হার, দৈনিক আক্রান্ত ১৯ হাজারের গণ্ডি ছাড়ালো
Next articleদেশে একদিনে সুস্থ হয়েছেন সাড়ে ৩ লক্ষের বেশি, কমেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা