Saturday, August 23, 2025

‘যদি চিকিৎসা পেতাম, বাঁচতে পারতাম’ মৃত্যুর আগে মোদিকে ট্যাগ ইউটিউবার রাহুলের

Date:

করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অভিনেতা তথা ইউটিউবার রাহুল ভোরা। মারা যাওয়ার কয়েক ঘণ্টা আগেই, নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মণীশ সিসোদিয়া-কে ট্যাগ করে রাহুল লেখেন,‘আমি যদি ভাল চিকিৎসা পেতাম, হয়তো বাঁচতে পারতাম। তোমাদের রাহুল।’ পোস্ট করার কিছুক্ষণ পরই মারা যান রাহুল। সোমবার রাহুলের পোস্টটি প্রকাশ্যে আসতেই অভিনেত্রী কিশ্বার মার্চেন্ট তাঁর মতপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে বলেন, ‘সোনু সুদের কাছে যদি রাহুলের বার্তা সময়মতো পৌঁছত…হয়তো পরিস্থিতি অন্য রকম হতে পারত।’
বছর ৩৫ এর রাহুলের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না প্রিয়জনেরা। পরিচালক রাজ শান্ডিল্য সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছ, এখনও বিশ্বাস করতে পারছি না।’ থিয়েটার কর্মী অরবিন্দ গৌর লিখেছেন, ‘রাহুল চলে গেল। এত গুণী শিল্পী আর নেই। গতকালই ও আমাকে বলছিল, ভাল চিকিৎসা পেলে হয়তো বেঁচে যেত। দ্বারকায় ওকে শিফট করানোও হয়েছিল। কিন্তু বাঁচানো গেল না। আমাদের ক্ষমা করিস। আমরা প্রত্যেকেই দোষী। আমার শেষ শ্রদ্ধা।’ কেউ কেউ রাহুলের মৃত্যুর জন্য সরকারকে দায়ী বলে প্রশ্ন তুলেছেন।
রবিবারই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাহুল। নিজের পোস্টের শেষে রাহুল লিখেছিলেন, “খুব তাড়াতাড়ি আবার জন্মাব আর ভাল কাজ করব। এবার সাহস হারিয়ে ফেলেছি।”

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version