Monday, May 5, 2025

পশ্চিমবঙ্গ বিধানসভার ( West Bengal assembly) নতুন ডেপুটি স্পিকার হচ্ছেন প্রবীণ তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। গতবার তিনি মন্ত্রী ছিলেন। এবার তাঁকে মন্ত্রিসভায় না এনে পরিষদীয় দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে আশিসবাবুই বিধানসভার অধিবেশন সামলাবেন। সোমবার মন্ত্রিসভার শপথগ্রহণের পর নবান্ন থেকে একাধিক পরিষদীয় পদের দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, গতবারের মতই এবারও সরকারপক্ষের মুখ্যসচেতকের দায়িত্ব পালন করবেন বিধায়ক নির্মল ঘোষ। তাঁর পদটি পূর্ণমন্ত্রীর সমমর্যাদার হবে। অন্যদিকে গতবার মন্ত্রী হলেও এবার মন্ত্রিসভায় নেই বিধায়ক তাপস রায়। তাঁকে বিধানসভার উপমুখ্যসচেতক করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, তাপস রায়ের পদটি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর সমতুল্য হবে। এছাড়া পার্থ ভৌমিককে প্রতিমন্ত্রীর সমতুল্য পরিষদীয় পদ দেওয়ার ঘোষণা করেন মমতা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিধানসভার প্রবীণ বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী আবদুল করিম চৌধুরীকে তিনি বিধানসভার অ্যাডিশনাল ডেপুটি স্পিকার করতে চান। মমতার কথায়, এটা যদি আইনগতভাবে করা যায় এবং স্পিকার যদি অনুমতি দেন তাহলে করিম চৌধুরীকে এই পদটি দিতে চাই।

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version