Sunday, May 4, 2025

ব্যাপক ঝড়-বৃষ্টি কলকাতায়, রাজভবনের সামনে বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত ১

Date:

মঙ্গলবার দুপুর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি। কলকাতা সহ তার পার্শ্ববর্তী এলাকাতেও ব্যাপক বৃষ্টি হয়েছে। ফলে শহরের বিভিন্ন জায়গায় প্রায় কোমর সমান জল জমে যায়। রাজভবনের সামনের চিত্রটাও ছিল একই রকম। বৃষ্টির জমা জল থেকে মঙ্গলবার সন্ধেয় এক ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে এখনও পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি। এদিনের ঝড়-বৃষ্টিতে রাজ্যজুড়ে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে বীরভূমে ২, পূর্ব বর্ধমানে ২, মুর্শিদাবাদে ২ ও কলকাতায় ১ জনের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজভবনের নর্থগেটের কাছে জমা জলে পড়ে যান ওই ব্যক্তি। পড়ে যাওয়ার আগে পাশে থাকা বিদ্যুতের খুঁটি আঁকড়ে ধরে ছিলেন। রাজভবনের সামনে থাকা ল্যাম্পপোস্ট ছুঁতেই নেমে আসে বিপত্তি। রাস্তায় পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন-শিলাবৃষ্টিতে কোটি কোটি টাকার ফসল নষ্ট মালদহে, মাথায় হাত চাষিদের

মঙ্গলবার দুপুর থেকে কলকাতা, শহরতলি-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘণ্টাদুয়েক ব্যাপক ঝড়বৃষ্টি হয়। ফলে কলকাতার বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে যায়। এসপ্ল্যানেড এলাকা, সেন্ট্রাল অ্যাভিনিউ, মুক্তারামবাবু স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, কলেজ স্ট্রিট-সহ বেশ কিছু জায়গায় জল জমে যায়। ভেঙে পড়ে গাছপালাও। শহরজুড়ে বিভিন্ন এলাকায় এখনও জল জমে রয়েছে।

Related articles

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন...
Exit mobile version