Friday, November 28, 2025

আক্রান্ত মানিক সরকার, রিপোর্ট তলব বিপ্লবের

Date:

Share post:

আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে গিয়ে হামলার মুখে পড়েছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিবাজার এলাকায় এই হামলার ঘটনাটি ঘটে সোমবার। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ৪৮ ঘণ্টার মধ্যে ওই ঘটনার রিপোর্ট তলব করলেন।ত্রিপুরার সিপিএম নেতৃত্বের অভিযোগ, সম্প্রতি শান্তিবাজার এলাকায় সিপিএম কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায় বিজেপি। তাতে কয়েকজন আক্রান্তও হন। সেই খবর পেয়ে সোমবার ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শান্তিবাজারে দলীয় সমর্থকদের বাড়িতে যায় সিপিআইএমের একটি প্রতিনিধিদল। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ছিলেন উপ-বিরোধী দলনেতা বাদল চৌধুরী-সহ অন্যান্য নেতারা। যাওয়ার পথে হামলার মুখে পড়েন তাঁরা। অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকরা সিপিএম নেতাদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে। সিপিএমের অভিযোগ, গন্ডগোলের সময় নিষ্ক্রিয় ছিল পুলিশ।


প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জানিয়েছেন , সিপিআইএমের প্রতিনিধিদল যে ওই এলাকায় যাবে, সেটা আগেভাগেই রাজ্য পুলিশের ডিজিকে জানানো হয়েছিল। কিন্তু কোন‌ও ব্যবস্থা গ্রহণ করা হয়নি পুলিশের তরফে।  তিনি বলেন, ‘এটা পূর্ব-পরিকল্পিত হামলা। রাজ্য নেতাদের মদত ছাড়া এটা সম্ভব ছিল না। রাজ্যে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। যত দিন যাচ্ছে, তত সিপিআইএম কর্মীদের উপর হামলা বাড়ছে।’ বিজেপির মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, ‘ওই ঘটনার সঙ্গে বিজেপির যোগ নেই। মানিকবাবু চিটফান্ডা সংস্থার মদত করেছিলেন, তাই ক্ষতিগ্রস্ত মানুষরা বিক্ষোভ দেখিয়েছে।’ গণরোষ বলে তিনি দায় সারলেও মঙ্গলবাই কড়া পদক্ষেপ নিলেন বিপ্লব দেব। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওই ঘটনার রিপোর্ট তলব করেছে তাঁর দফতর।

Advt

spot_img

Related articles

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...