Wednesday, November 12, 2025

ভ্যাকসিনের অভাব মেটাতে অন্য সংস্থাকেও টিকা তৈরির ফর্মুলা দিক কেন্দ্র, দাবি কেজরির

Date:

দেশে চরম অভাব দেখা দিয়েছে করোনা ভ্যাকসিনের৷ এই অভাব মেটাতে কেন্দ্রকে বিশেষ পরামর্শ দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।

কেজরিওয়ালের দাবি, এই মুহুর্তে করোনার টিকা (Covid vaccine) তৈরি করছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং ভারত বায়োটেক৷ মাত্র দু’টি সংস্থার পক্ষে দেশের প্রতিটি মানুষের জন্য ভ্যাকসিন তৈরি করা অসম্ভব৷ প্রত্যেক ভারতীয়ের টিকা পাওয়ার অধিকার আছে।” কেন্দ্রের কাছে কেজরি’র দাবি, “ওই দুই সংস্থার কাছ থেকে ভ্যাকসিনের ফর্মুলা নেওয়া হোক। কেন্দ্রীয় সরকার সেই ফর্মুলা একাধিক সংস্থার হাতে তুলে দিক। এর ফলে খুব দ্রুত দেশে ভ্যাকসিনের ঘাটতি মিটে যাবে৷ মৃত্যু মিছিল থামাতে জরুরি ভিত্তিতে এ বিষয়ে পদক্ষেপ করুক মোদি সরকার”৷

আপাতত দু’ ধরনের টিকা ভারতে তৈরি হচ্ছে, ‘কোভিশিল্ড'(Covishield) এবং ‘কোভ্যাক্সিন’
(Covaxin)৷ যথাক্রমে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং ভারত বায়োটেক সংস্থা এই দুই ভ্যাকসিন তৈরি করছে৷

মঙ্গলবার কেজরিওয়াল বলেছেন, কেন্দ্রীয় সরকার এই দুই সংস্থার কাছ থেকে টিকা তৈরির ফর্মুলা নিয়ে নিক। তারপর সব কিছু খতিয়ে দেখে, যেসব সংস্থা সুরক্ষিতভাবে টিকা তৈরি করতে পারবে, তাদের হাতে দেওয়া হোক ভ্যাকসিনের ফর্মুলা৷ একাধিক যোগ্য সংস্থাকে ভ্যাকসিন তৈরির অনুমতি দেওয়া হলে, স্বল্পদিনেই দেশে মিটে যাবে ভ্যাকসিন সংকট৷ একইসঙ্গে কেজরি বলেছেন, “প্রয়োজনে করোনা- ভ্যাকসিনের রয়্যালটি বাবদ সেরাম ও ভারত বায়োটেককে টাকাও দিতে পারে সংস্থাগুলি”।
দিল্লির মুখ্যমন্ত্রীর বক্তব্য, “এই কঠিন পরিস্থিতিতে কেন্দ্রের এই কাজ করার অধিকার আছে। দেশের যত সংস্থা টিকা তৈরি করতে সক্ষম, তাদের টিকা তৈরির নির্দেশ দিক কেন্দ্র৷ প্রত্যেক ভারতীয়ের টিকা পাওয়ার অধিকার আছে।”

আরও পড়ুন:১ জুন থেকে শুরু হচ্ছে না মাধ্যমিক পরীক্ষা, জানাচ্ছে পর্ষদ

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version