Thursday, November 13, 2025

প্রত্যেক ভারতবাসীর টিকাকরণ হলেই রোখা যাবে করোনাকে: মার্কিন চিকিৎসক

Date:

প্রত্যেক ভারতবাসীকে সঠিকভাবে করোনার টিকা ( vaccination for all Indian) দিতে হবে। তাহলেই দীর্ঘমেয়াদিভাবে প্রতিহত করা যাবে করোনাভাইরাসকে। এমনটাই মনে করেন আমেরিকার অন্যতম জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, ভাইরোলজিস্ট এবং প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান উপদেষ্টা অ্যান্টনি (specialist doctor and virologist from America) ফসি। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অ্যান্টনি বলেন, ভারতে করোনা সংক্রমণ মারাত্মক জায়গায় পৌঁছেছে। এই পরিস্থিতি থেকে নিষ্কৃতি পেতে হলে অবিলম্বে টিকাকরনের উপর জোর দিতে হবে। এই মুহূর্তে ভারতের প্রত্যেক নাগরিকের বাধ্যতামূলকভাবে টিকাকরণ দরকার। প্রয়োজনে শুধু দেশজ উৎপাদনের উপর ভরসা না করে বিদেশ থেকেও টিকা আমদানি করুক ভারত। এমনটাই মত তাঁর। এই বিশেষজ্ঞ চিকিৎসক ভারতে করোনা রোগীদের জন্য শয্যা এবং অক্সিজেন ঘাটতি নিয়েও মন্তব্য করেছেন। তাঁর মতে, রোগীকে অক্সিজেন দিতে না পারা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা।’ তিনি বললেন বিকল্প ব্যবস্থার আয়োজন করতে হবে। তার মতে ভারতের উচিত অস্থায়ী হাসপাতাল তৈরি করা। যা রাতারাতি বানিয়ে নেওয়া যাবে যাবে এবং প্রয়োজনে অন্যত্র সরিয়ে নিয়েও যাওয়া যাবে।‘গত বছর চিন এই পদ্ধতি অবলম্বন করে সংক্রমণ কমিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে পেরেছিল । কারণ কিছুই না করে সংক্রামক রোগে আক্রান্ত রোগীকে হাসপাতালের বাইরে ফেলে রাখা কোনও কাজের কথা নয়।’ মার্কিন প্রেসিডেন্টের এই স্বাস্থ্য উপদেষ্টা বললেন, লকডাউন করে সাময়িকভাবে ভাইরাসের শৃংখল ভাঙ্গা যেতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদী সুফল পেতে গেলে টিকাকরণ অবশ্যই প্রয়োজন।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version