ইংল‍্যান্ড সফরে উড়ে যাওয়ার আগে কোহলিদের জন‍্য বিশেষ নিয়ম বিসিসিআইয়ের

২৫ মে থেকে ২ জুনের মধ‍্যে কোন ক্রিকেটার করোনায় আক্রান্ত ( corona) হলে, সেই ক্রিকেটারকে বাদ দিয়েই ইংল‍্যান্ড ( england) উড়ে যাবে ভারতীয় দল( india team)। এদিন এমনটাই জানালেন বিসিসিআইয়ের এক কর্তা। তাঁর কথায় মুম্বইতে কোয়ারেন্টাইনের থাকার সময় কোন ক্রিকেটার করোনায় আক্রান্ত হলে, সেই ক্রিকেটারকে ইংল‍্যান্ড সফরে  নিয়ে যাওয়া হবে না বলে জানিয়েছন বোর্ডের এক কর্তা।

এদিন বিসিসিআইয়ের এক কর্তা বলেন, “ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয়েছে মুম্বইয়ে কোয়ারেন্টাইনে থাকাকালীন কোন ক্রিকেটার করোনায় আক্রান্ত হলে, ইংল্যান্ড সফর থেকে বাদ পড়বেন তিনি। বোর্ড কোনও রকম ব্যক্তিগত বিমানের ব্যবস্থা করবে না।”

১৮ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে বিরাট কোহলির দল।  বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ হতেই, তার পর ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইন্ডিয়া টিম। ইংল‍্যান্ড উড়ে যাওয়ার আগে ইতিমধ্যেই করোনার টিকা নিয়েছেন, বিরাট কোহলি, শিখর ধাওয়ান, অজিঙ্কে রাহানেরা।

আরও পড়ুন:শীতলকুচিকাণ্ডে মাথা ভাঙার সাব ইনস্পেকটরকে তলব সিআইডির

Advt

 

Previous articleশীতলকুচিকাণ্ডে মাথা ভাঙার সাব ইনস্পেকটরকে তলব সিআইডির
Next articleগোলপার্কের ফ্ল্যাট ছাড়ার জন্য আইনি নোটিশ শোভনকে