শীতলকুচিকাণ্ডে মাথা ভাঙার সাব ইনস্পেকটরকে তলব সিআইডির

শীতলকুচিকাণ্ডে এবার মাথাভাঙার সাব ইনস্পেকটরকে তলব সিআইডির। আজ, মঙ্গলবার ভবানীভবনে সকাল ১১টায় তাঁকে ডেকে পাঠানো হয়েছে৷ গোবিন্দ রায় নামে ওই সাব ইনস্পেকটর মাথাভাঙার আরটি মোবাইল ভ্যানের দায়িত্বে ছিলেন। ঘটনার সময় ওই মোবাইল ভ্যান ঘটনাস্থলে ছিল। ফলে তাঁকে প্রত্যক্ষদর্শী হিসাবে ধরা হচ্ছে৷

গতকাল, সোমবার ভবানীভবনে দীর্ঘ জেরা করা হয় থানার আইসি ও দুই এসআইকে। দীর্ঘ জেরা করা হয়। তার পরিপ্রেক্ষিতেই আজ গোবিন্দ রায়কে ডাকা হয়েছে বলে মনে করা হচ্ছে।

শীতলকুচিকাণ্ডে যে ৬জন সিআইএসএফ জওয়ানরা গুলি চালিয়েছিলেন বলে অভিযোগ, তাদেরও আজ ভবানীভবনে তলব করা হয়েছে। কিন্তু সিআইএসএফ কর্তাদের তরফে কোনওরকম যোগাযোগ করা হয়নি সিআইডির সঙ্গে। ফলে জওয়ানদের আসা অনিশ্চিত। জওয়ানরা যদি না আসেন, তাহলে পরবর্তী ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেবে সিআইডি।

Previous article১৮ উর্ধ্বদের প্রথম ডোজ কবে? কী জানালেন মুখ্যসচিব
Next articleইংল‍্যান্ড সফরে উড়ে যাওয়ার আগে কোহলিদের জন‍্য বিশেষ নিয়ম বিসিসিআইয়ের