Saturday, August 23, 2025

প্রথা ভাঙছেন, প্রোটোকল মানুন রাজ্যপাল: কড়া চিঠি মুখ্যমন্ত্রীর

Date:

ফের রাজ্য-রাজপাল সংঘাত। রাজভবনে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেওয়ার পরেই সাংবাদিক বৈঠক করে রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) জানান, শীতলকুচিতে গিয়ে নিহতের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। রাজ্যপালের এই জেলা সফর নিয়ে এবার কড়া চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চিঠিতে তিনি বলেন, রাজ্যপাল দীর্ঘদিনের প্রথা ভাঙছেন। ধনকড়কে নির্দিষ্ট প্রোটোকল মেনে চলার পরামর্শও দেন মুখ্যমন্ত্রী।

চিঠিতে রাজ্যের প্রোটোকল এবং রীতি সংক্রান্ত ম্যানুয়াল স্মরণ করিয়ে দেন মমতা। চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, “প্রথামাফিক সরকারের নির্দেশ পাওয়ার পর রাজ্যপালের জেলা সফরসূচি চূড়ান্ত করেন রাজ্যপালের সচিব। রাজ্যপালকে কোনও আবেদন জানানোর আগে রাজ্য সরকার, সংশ্লিষ্ট জেলার আধিকারিকের সঙ্গে আলোচনা করেন রাজ্যপালের (Governor) সচিব”। এ ক্ষেত্রে তা মানা হয়নি বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।

চিঠিতে মমতা লেখেন, “সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছেন যে আগামিকাল কোচবিহারে (Coochbehar) যাচ্ছেন ধনকড়”। এটা প্রোটোকল বিরুদ্ধ বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “দুঃখজনকভাবে এই সফর দীর্ঘদিনের প্রথা লঙ্ঘন করছে বলে আমার মনে হয়েছে। এটা রাজ্য স্বরাষ্ট্র দফতরের ১৯৯০ সালের ‘ম্যানুয়্যাল অফ প্রোটোকল অ্যান্ড সেরিমনিয়্যালস’-এর পরিপন্থী।এই প্রোটোকল কয়েক দশক ধরে সুপ্রতিষ্ঠিত। তাই আমি আশা করছি যে নির্দিষ্ট প্রোটোকল মেনে চলবেন আপনি এবং বিভিন্ন জায়গায় সফরের হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকবেন”।

এর আগেও রাজ্য সরকারকে বাদ দিয়ে সরকারি আধিকারিকদের সঙ্গে রাজ্যপালের বৈঠক নিয়ে প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী এবার শীতলকুচি সফর নিয়ে করা চিঠি পাঠালেন মমতা।

আরও পড়ুন- “ভ্যাকসিন উৎপাদন বাড়ান, বাংলায় জমি দিতে তৈরি আমরা”, মোদিকে চিঠি মমতার

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version