Friday, November 7, 2025

৭ বছর ধরে কর্মরত ইজরায়েলে, স্বামীর সঙ্গে ভিডিও কলে থাকাকালীন রকেট হানায় মৃত্যু কেরলের সৌম্যার

Date:

মর্মান্তিক!

ইজরায়েলের গাজা থেকে ভিডিও কলে কেরলে স্বামীর সঙ্গে কথা বলছিলেন সৌম্যা। হঠাৎ কেটে যায় কল। আছড়ে পড়ে রকেট। প্যালেস্তানীয় রকেট হানায় প্রাণ হারালেন সৌম্যা। ইজরায়েলে দীর্ঘ সাত বছর ধরে কাজ করছিলেন তিনি৷

অ্য়াক্সেলন শহরে নার্স হিসেবে কর্মরত ছিলেন কেরলের ৩১ বছর বয়সী সৌম্যা সন্তোষ। দুর্ঘটনার সময় এক বৃদ্ধার দেখাশোনা করছিলেন তিনি। তার মাঝেই স্বামীর সঙ্গে কথা বলছিলেন সৌম্যা। তারপর কল কেটে গেলে তাঁর স্বামী বহুবার চেষ্টা করলেও সৌম্যার সঙ্গে আর কোনও যোগাযোগ করতে পারেননি। পরে গাজাতে বসবাসকারী আরও কয়েকজন পরিচিতদের ফোন করতেই তাঁর স্বামী রকেট হামলার কথা জানতে পারেন। এরপরই স্ত্রী সৌম্যার মৃত্যু সংবাদ জানতে পারেন তাঁর স্বামী। জানতে পারেন গাজায় প্যালেস্তানি জঙ্গি গোষ্ঠী রকেট হামলা চালিয়েছে। ঘটনার কথা প্রকাশ হতেই শোক প্রকাশ করেছেন কেরলের বিধায়ক মনি সি কাপ্পান। সোশ্য়াল মিডিয়ায় তিনি পোস্ট করে লিখেছেন, কেরলের কয়েক হাজার বাসিন্দা ইজরায়েলে কাজ করেন। বর্তমানে তাঁরা প্রত্য়েকে আতঙ্কের মধ্য়ে রয়েছে।

আরও পড়ুন-গঙ্গায় ভাসছে প্রায় ১০০ মৃতদেহ, বিহার-উত্তরপ্রদেশের ঘটনায় নড়েচড়ে বসল কেন্দ্র

ইজরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে বোমাবর্ষণ অব্যাহত। প্যালেস্তাইনের গাজায় অবস্থিত জঙ্গিরা শয়ে শয়ে রকেট ছোড়ে ইজরায়েলে। পালটা দেয় ইজরায়েল। ইজরায়েলি বোমাবর্ষণে গাজায় মৃত্যু হয়েছে অন্তত ৩৫ জনের। প্যালেস্তাইনের এক আধিকারিক জানিয়েছেন এদের মধ্যে ১২টি শিশু রয়েছে, ২২০ জনের আহত কথাও বলেছেন তিনি। ইজরায়েলি সেনার দাবি, তাদের বোমাবর্ষণে ১৫ জঙ্গি খতম হয়েছে।

Related articles

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...
Exit mobile version