আইসিসি টেস্ট র্যাঙ্কিং( Icc test ranking ) এ ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষ স্থান ধরে রাখলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন( kane williamson)। পঞ্চম স্থানে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি( virat kohli)। সপ্তম স্থানে রয়েছেন ঋষভ পন্থ( rishav panth)।

বুধবার প্রকাশিত আইসিসির টেস্ট র্যাঙ্কিং এ ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষেই রয়েছেন উইলিয়ামসন। ৯১৯ পয়েন্ট তাঁর। ৮৯১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে স্টিভ স্মিথ। তৃতীয় স্থানে রয়েছেন লাবুসানে। আইসিসি টেস্ট র্যাঙ্কিং এ বোলারদের শীর্ষে প্যাট ক্যামিন্স। দ্বিতীয় স্থানে রইলেন রবিচন্দ্রন অশ্বিন। যশপ্রীত বুমরা আছেন ১১ নম্বরে।

অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে রয়েছেন জেসন হোল্ডার। তিন নম্বরে রবীন্দ্র জাদেজা। চার নম্বরে আছেন অশ্বিন।

আরও পড়ুন:করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন প্রাক্তন টিটি তারকা বেণুগোপাল চন্দ্রশেখর


