Saturday, November 22, 2025

নম্র, বিনয়ী হয়ে মানুষের সেবা করতে হবে, দলীয় বিধায়কদের চিঠি লিখে পরামর্শ মমতার

Date:

“বাংলার মানুষ আজ যে ভরসা আজ আমাদের ওপর রাখলেন, তার যোগ্য সম্মান দিয়ে, সুখে দুঃখে তাঁদের পাশে থাকতে হবে। নম্রতা এবং বিনয়ের সাথে জনগণের সেবা করতে হবে।”

সদ্যনির্বাচিত দলীয় বিধায়কদের চিঠি লিখে এভাবেই তাঁদের ‘কর্তব্যের’ কথা স্মরণ করিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee)৷ একইসঙ্গে দলীয় বিধায়কদের (TMC- MLA) মানুষের সঙ্গে যোগাযোগ রাখার এবং সমন্বয় রেখে চলারও পরামর্শ দিয়েছেন তিনি৷

বিধায়কদের কাছে পাঠানো চিঠিতে মমতা লিখেছেন, “সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে জয়লাত করার জন্য তোমাকে এবং তোমার পরিবারের সকল সদস্যকে আমার অনেক অনেক অভিনন্দন ৷ তোমার এই জয়, বাংলার মা, মাটি, মানুষের জয়৷ উন্নয়নের জয়, সর্বোপরি একতা, শান্তি, সম্প্রীতি, সংস্কৃতি, সভ্যতা এবং সৌভ্রাতৃত্বের জয়৷”

মমতা লিখেছেন, “গত ১০ বছরে অনেক কাজ আমরা করেছি৷ আগামীদিনেও আরও কাজ করতে হবে৷ মনে রাখবে, বাংলার মানুষ আজ যে ভরসা আজ আমাদের ওপর রাখলেন, তার যোগ্য সম্মান দিয়ে
সুখে দুঃখে তাঁদের পাশে থাকতে হবে। নম্রতা এবং বিনয়ের সাথে জনগণের সেবা করতে হবে।”

আগামী ৫ বছর দলীয় বিধায়করা কীভাবে কাজ করবেন, চিঠিতে তার দিকনির্দেশ করে মমতা লিখেছেন, “এলাকার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখো। সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সুফল যাতে জনগণের কাছে পৌঁছয়, তা নিশ্চিত করো। তবেই আমরা পারবো বাংলাকে সাফল্যের নতুন শিখরে পৌঁছে দিতে”।

চিঠির একদম শেষ লাইনে তিনি লিখেছেন, ” তৃণমূল কংগ্রেস জনগণের দল, জনগণের জন্য কাজ করবে, এটাই আমাদের অঙ্গীকার”৷

তৃণমূল সূত্রে খবর, এই চিঠি ইতিমধ্যেই তৃণমূলের বিধায়কের কাছে পৌঁছতে শুরু করেছে।

আরও পড়ুন- পদ্ম-বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে মোদিকে বিঁধলেন তৃণমূলের সায়নী

Related articles

রিল-রিয়েল একাকার! ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ থানায় ছুটলেন মদন

একেই বোধহয় বলে, "ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে"। "দাদা একটু আসুন, আপনি না এলে হবে না", "আমার নির্দোষ...

প্রিমিয়ারেই জমজমাট গৃহকর্মীদের রোজনামচার ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী ওঁরা রোজ আসেন, রোজ কাজ করেন, সমস্ত রকম নাগরিক স্বাচ্ছন্দ্যের পরিষেবা দেন। কিন্তু ওঁদের নিয়ে গল্প...

টেকনিশিয়ানদের টাকা বাকি রেখে কুৎসা রটাচ্ছেন রুদ্রনীল! তথ্য দিয়ে ধুয়ে দিলেন স্বরূপ

নিজে টাকা বাকি রেখে উল্টে ফেডারেশনের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়াচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)! শুক্রবার সাংবাদিক...

কাজের চাপে শীতলকুচিতে মর্মান্তিক মৃত্যু বিএলও-র! পরিবারের পাশে রাজ্য

অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক অস্থিরতা—এই দুইয়ের মাঝেই শেষ হল শীতলকুচির বিএলও ললিত অধিকারীর জীবনযাত্রা। বেশ কয়েকদিন ধরেই...
Exit mobile version