নিজেকে ফিট রাখতে ঘাস কাটলেন পন্থ

নিজেকে ফিট রাখতে এক অভিনব উপায় বার করলেন ঋষভ পন্থ( Rishav panth)। করোনার(corona) কারণে বন্ধ জিম। কিন্তু সামনেই ইংল‍্যান্ড সফর। তার জন‍্য নিজেকে ফিট রাখতে অভিনব উপায় বার করলেন পন্থ। নিজের বাড়ির বাগানের ঘাস কাটতে নেমে পড়লেন তিনি। সেই ছবি আবার নিজের টুইটারে পোস্টও করেন ঋষভ।

টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে পন্থ লেখেন, “ইয়ে দিল ম‍্যাঙ্গে মোর। কোয়ারান্টাইনে থাকার সময় নিজেকে ফিট রাখার উপায়। সবাই সুস্থ থাকুন। সাবধানে থাকুন।”

সামনেই ইংল‍্যান্ড সফর। প্রথমে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল। পরে ইংল‍্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম‍্যাচের টেস্ট সিরিজ। ইংল‍্যান্ড সফরে রয়েছেন পন্থ। তাই নিজেকে ফিট রাখতে মরিয়া তিনি।

আরও পড়ুন:করোনার যুদ্ধ এগিয়ে এলেন মিনার্ভা পাঞ্জাবের কর্ণধার রঞ্জিত বাজাজ

Advt