Sunday, November 16, 2025

ভয়াবহ পরিস্থিতিতেও চলছে মিথ্যাচার ও নির্লজ্জ আত্মপ্রচার, কেন্দ্রকে তোপ পিকের

Date:

দেশে ভয়াবহ রূপ করোনা পরিস্থিতি(covid situation)। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। অক্সিজেন নেই, হাসপাতালের বেড নেই, মৃতদেহ গঙ্গায় ভাসানো হচ্ছে বলে সম্প্রতি এক তথ্য প্রকাশ এসেছে। গুরুতর এই পরিস্থিতিতেই এবার মোদি সরকারকে কার্যত তুলোধোনা করলেন ভোট ভোটকুশলী প্রশান্ত কিশোর(Prashant Kishor)। জানালেন, গোটা দেশ যখন শোকস্তব্ধ সেই সময় আশা জোগানোর নামে মিথ্যাচার ও আত্মপ্রচার চলছে।

বুধবার কেন্দ্রের(Central) মোদি সরকারকে(Modi government) সরাসরি তোপ দেগে এক টুইটে প্রশান্ত কিশোর লেখেন, ‘গোটা দেশ যখন শোকস্তব্ধ, চারদিকে যেখানে স্বজন হারানোর আর্তনাদ, সেই পরিস্থিতিতেও আশা জোগানোর নামে মিথ্যাচার ও আত্মপ্রচারের চেষ্টা চলছে। আশাবাদী হওয়ার জন্য সরকারের অন্ধ প্রচারক না হলেও চলবে আমাদের।’ শুধু প্রশান্ত কিশোর নন, একই সুরে এদিন কেন্দ্রে মোদি সরকারকে একটি বড় আক্রমণ চালাতে ছাড়েননি রাহুল গান্ধীও(Rahul Gandhi)। টুইটে তিনি লেখেন, ‘সদর্থক ভাবনার এই সান্ত্বনা স্বাস্থ্যকর্মী ও সেই সব পরিবারের কাছে ঠাট্টার মতো শোনায় যাঁরা নিজেদের আপনজনদের হারিয়েছেন এবং অক্সিজেন, হাসপাতাল ও ওষুধের ঘাটতিতে ভুগেছেন। বালির মধ্যে মুখ গুঁজে রাখাটা সদর্থকতা নয়। এটা দেশবাসীর সঙ্গে প্রবঞ্চনা।’

আরও পড়ুন:বিজেপির হারের কারণ নিয়ে সেমিনারের বিজ্ঞপ্তি, বিতর্কে জড়ালেন বিশ্বভারতীর উপাচার্য

উল্লেখ্য, দেশে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। দেশে বাড়তে থাকা করোনা পরিস্থিতির জন্য মোদী সরকারকে কাঠগড়ায় তুলেছে ইন্ডিয়ান মেজডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)। নরেন্দ্র মোদীকে সুপার স্প্রেডার বলে কটাক্ষ করা হয়েছে। মোদি সরকার কে তাকে ছাড়েনি আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল দ্য ল্যান্সেট। এহেন পরিস্থিতির মাঝেই এবার কড়া সুরে মোদিকে বিঁধলেন রাহুল- পিকে।

Related articles

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...
Exit mobile version