Saturday, January 10, 2026

ভিন রাজ্য থেকে ভেসে আসতে পারে মরদেহ, মালদহে নদীতে কড়া নজরদারি প্রশাসনের

Date:

Share post:

ভিন রাজ্যে (neighbor states) নদীর জলে ভাসছে সারি সারি মরদেহ। আর সেই দেহ জলে ভেসে ভেসে এরাজ্যের সীমায় ঢুকে পড়তে পারে। তাই গোটা মালদহ ( Maldah)জুড়ে করা লাল সর্তকতা জারি (Red alert)করা হয়েছে। সতর্ক করা হয়েছে জেলাশাসক, পুলিশ সুপার এবং প্রতিটি থানাকেও। তবে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে এ নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রশাসন সব রকম ভাবে প্রস্তুত রয়েছে। সেইসঙ্গে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে।

পড়শি রাজ্য বিহার (Bihar), উত্তরপ্রদেশ (Uttar Pradesh) এবং মধ্যপ্রদেশ্ (Madhya Pradesh) নদীতে ভাসছে একের পর এক মৃতদেহ। বিশেষজ্ঞ ও চিকিৎসকদের (experts)অনুমান দেহগুলি করোনা আক্রান্তদেরই(Corona patient)। সবকটিই অর্ধ দগ্ধ অবস্থায় পড়ে রয়েছে। পাশাপাশি গবেষকরা বলছেন জলে যে কোনও জীবাণু দীর্ঘদিন সজীব থাকতে পারে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, জলে ভাসতে থাকা মৃতদেহগুলি থেকে কি সংক্রমণ ছড়াতে পারে? ইতিমধ্যেই জেলা প্রশাসন এ ব্যাপারে পদক্ষেপ নিয়েছে। মানিকচকের বিহার এবং পশ্চিমবঙ্গে গঙ্গার জলসীমায় জাল বেবং বাঁশ নিয়ে প্রশিক্ষিত মাঝি এবং জেলেদের প্রস্তুত রাখা হয়েছে। কোন দেহ যাতে ভেসে এদিকে আসতে না পারে সে দিকে কড়া নজর রাখা হচ্ছে। প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে দেহগুলি কে নির্দিষ্ট জায়গায় সরিয়ে নিয়ে সৎকারের ব্যবস্থা করতে হবে। মাটির অন্তত ৫ ফুট নিচে সেগুলির সৎকার করা হবে। দেহগুলিকে যাতে পূর্ণ সম্মান দেওয়া হয় সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জলের মাধ্যমে যাতে কোনো জীবাণু ছড়িয়ে না পড়ে তাই জল শোধনেরও ব্যবস্থা করা হয়েছে। তবে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে এ নিয়ে অযথা আতঙ্কিত না হতে। সব রকম ভাবে প্রস্তুত রয়েছে।

 

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...