অক্সিজেনের সমস্যা সমাধানে ৫ সদস্যের কমিটি গঠন স্বাস্থ্য দফতরের

করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave) আছড়ে পড়েছে গোটা দেশজুড়ে। ব্যতিক্রম নয় আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। মারণ ভাইরাস ক্রমশ ভয়ঙ্কর রূপ ধারণ করছে। হু হু করে বাড়ছে সংক্রমণ। শুরু হয়েছে মৃত্যু মিছিল। তারই মধ্যে অক্সিজেনের (Oxygen) জন্য হাহাকার! আবার কোথাও অক্সিজেন থাকলেও শুরু হয়েছে কালোবাজারি। পর্যাপ্ত অক্সিজেনের যোগান ও কালোবাজারি রুখতে এবার নড়েচড়ে বসলো রাজ্যের স্বাস্থ্য দফতর (West Bengal Health Department)।

অক্সিজেনের সঠিক ব্যবহার হচ্ছে কিনা, প্রয়োজন মতো অক্সিজেনের যোগান হাসপাতালগুলি পাচ্ছে কিনা, ঘাটতি পূরণে কোথায় সমস্যা, এই সবকিছু খতিয়ে দেখা শুরু করেছে স্বাস্থ্যভবন(Swasthya Bhavan)।

জানা গিয়েছে মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে ইতিমধ্যেই স্বাস্থ্যভবনের তরফে ৫ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তারা অক্সিজেন সংক্রান্ত সমস্যা খতিয়ে দেখছেন। অক্সিজেনের সরঞ্জামের যথাযথ ব্যবহার ঠিক মতো হচ্ছে কিনা, অক্সিজেনে ঠিক মতো পৌঁছচ্ছে কিনা, কত দামে বিক্রি হচ্ছে, প্রয়োজনের তুলোনায় বেশি ব্যবহার হচ্ছে কিনা, সবকিছুতে নজর রাখছেন তাঁরা।

Advt

Previous article‘হাত’ ছাড়া ! তৃণমূল অনাস্থার কথা বলতেই মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতির ইস্তফা
Next articleকরোনার কোপে ইউপিএসসি-র প্রিলিমিনারি, কবে হবে পরীক্ষা?