শুক্রবার পবিত্র ঈদ, ঘোষণা জামাতে ইসলামি হিন্দের

পশ্চিমবঙ্গ তথা গোটা দেশে পবিত্র ঈদ (Eid) উৎসব পালিত হবে আগামী শুক্রবার (Friday)। জামাতে ইসলামি হিন্দের (Jamat-e islamic hind) পশ্চিমবঙ্গ শাখার মুখপাত্র সুজাউদ্দিন আহমেদ জানান, গতকাল, বুধবার আকাশে চাঁদ দেখা যায়নি। পরিবর্তে আজ, বৃহস্পতিবার হতে চলেছে চাঁদ রাত। অর্থাৎ, আজই আকাশে দেখা যাবে ঈদের চাঁদ। সেই অনুযায়ী শুক্রবার পালিত হবে ঈদ।

 

এদিকে কোভিড স্বাস্থ্যবিধি মেনে সকলকে খুশির ঈদ পালনের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী(CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “খুশির এই উৎসব এবার স্বাস্থ্যবিধি মেনেই পালন করার আহ্বান করছি। বিধি মেনে সর্বাধিক ৫০ জন একসঙ্গে নামাজ পড়তে পারবেন।” প্রসঙ্গত, এবারও রেড রোডে নামাজ পড়া হবে না

 

Previous articleসিপিএম নেতা শতরূপ ঘোষের মাতৃ বিয়োগ
Next articleডাবল ইঞ্জিন” যোগী রাজ্যে এবার গঙ্গাপাড়ে পোঁতা সারি সারি করোনার মৃতদেহ উদ্ধার!