Wednesday, August 20, 2025

শীতলকুচিতে নিহত পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করল সরকার

Date:

রাজ্যের মুখ্যমন্ত্রী(chief minister) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) কথা দিয়েছিলেন শীতলকুচিতে(Shital Kuchi) মৃত ৫ জনের পরিবারকে আর্থিক সাহায্যের পাশাপাশি দেওয়া হবে সরকারি চাকরি(government job)। প্রতিশ্রুতি দেওয়ার সপ্তাহ পার হতে না হতেই সেই প্রক্রিয়া শুরু করে দিল রাজ্য সরকার। গত বুধবার ওই পাঁচ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার তাদেরকে ডাকা হয় প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য।

জানা গেছে, গত বুধবার কোচবিহারের ল্যান্সডাউন হলে জেলাশাসক ও অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে শীতলকুচির নিহতদের পরিবারের একজনের হাতে স্পেশাল হোম গার্ডের নিয়োগ সংক্রান্ত নথি তুলে দেওয়া হয়। সেই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কোচবিহারের জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায়। তবে নিয়োগপত্র তুলে দেওয়া হলেও চাকরিপ্রার্থীদের বেশকিছু নথি জমা দেওয়া বাকি ছিল। বৃহস্পতিবার সে প্রক্রিয়াও সম্পন্ন হয়।

আরও পড়ুন:ফের একবার ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ হলেন রমেশ পাওয়ার

উল্লেখ্য, গত ১০ এপ্রিল কোচবিহারের শীতলকুচিতে নির্বাচন চলাকালীন দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় আনন্দ বর্মন নামে এক যুবকের। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে নিজের পরিবার ও বিজেপি। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় আরো ৪ জনের। ঘটনার কিছুদিন পর শীতলকুচি গিয়ে মৃতের পরিবারের একজন করে সদস্যকে চাকরির প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও আনন্দ বর্মনের মা সেই চাকরি নিতে অস্বীকার করেন। যদিও মাসখানেক পর আর্থিক সাহায্য ও চাকরি নেওয়ার কথা জানিয়ে দেন আনন্দ বর্মনের মা বাসন্তী বর্মন। এরপর সেই চাকরি দেওয়ার প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে মাঠে নামল প্রশাসন।

Related articles

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে...
Exit mobile version