ফের একবার ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ হলেন রমেশ পাওয়ার

ভারতীয় মহিলা ক্রিকেট( india team) দলের কোচ হলেন রমেশ পাওয়ার(ramesh powar)। ২০১৮ সালের পর ফের একবার মহিলা দলের কোচ হলেন তিনি। মদন লাল, সুলক্ষণা নাইক এবং রুদ্র প্রতাপ সিংয়ের উপদেষ্টা কমিটি পাওয়ারকে মিতালি রাজদের কোচ হওয়ার সম্মতি দিয়েছে।

২০১৮ সালে টি-২০ বিশ্বকাপে কোচ ছিলেন রমেশ পাওয়ার। তবে সেই সময় মিতালি রাজের সঙ্গে বিতর্কে জরান তিনি। সেই বিশ্বকাপে সেমিফাইনালে মিতালিকে বাদও দিয়ে দেন রমেশ। সেই ম‍্যাচ হারে ভারত। এরপর বরখাস্ত করা হয় রমেশকে।

২০২১ সালে আবারও ভারতীয় দলে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন পাওয়ার। এখন দেখার দ্বিতীয় ইনিংসে কতটা ক‍্যামব‍্যাক করেন তিনি।

আরও পড়ুন:করোনায় আক্রান্ত হলেন যুজবেন্দ্র চ‍্যাহালের বাবা এবং মা

Advt

Previous articleকোভিশিল্ডের দুই ডোজের মাঝের ব্যবধান ১২-১৬ সপ্তাহ, কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত সেরামের
Next articleশেষ ২৪ ঘণ্টায় সর্বকালীন রেকর্ড গড়ে বাংলায় করোনা আক্রান্ত ২০,৮৩৯! মৃত্যু ১২৯ জনের